President Droupadi Murmu: 'গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল' সংসদের ভাষণে জরুরি অবস্থার উল্লেখ রাষ্ট্রপতির! প্রতিবাদ বিরোধীদের

Last Updated:

President Droupadi Murmu to address joint sitting of Parliament: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিযোগ, 'সে দিনের ঘটনা ছিল সংবিধানের উপর সরাসরি, সবচেয়ে বড় আক্রমণ। গণতন্ত্রকে কলঙ্কিত করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।'

দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি: সংসদে উঠে এল জরুরি অবস্থার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লার পরে এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেল সেই কথা। বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৫ সালে জারি হওয়া জরুরি অবস্থা ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায়।’ রাষ্ট্রপতির ভাষণের সময় বিজেপি-সহ সরকার পক্ষের সাংসদদের উল্লাস করতে দেখা যায়। অন্য দিকে, বিরোধী বেঞ্চ থেকে ধেয়ে আসে প্রতিবাদ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিযোগ, ‘সে দিনের ঘটনা ছিল সংবিধানের উপর সরাসরি, সবচেয়ে বড় আক্রমণ। গণতন্ত্রকে কলঙ্কিত করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।’ এর পরেই তাঁর ‘তাৎপর্যপূর্ণ মন্তব্য’, ‘সে দিন জাতি ওই অসাংবিধানিক শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিল।’
আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন
এদিন যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘১০ বছর আগে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ১১তম স্থানে ছিল। বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে। এই সময়ে কোভিড অতিমারীর মতো ভয়ঙ্কর সময়ও ছিল। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধিকে আটকে রাখা যায়নি। সরকারের রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম নীতির কারণেই তা সম্ভব হয়েছে। আমার সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: বৃষ্টি কি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? স্বস্তির বড় খবর হাওয়া অফিসের, কবে নামবে জানুন
রাষ্ট্রপতি আরও বলেন, ‘অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা। ১ জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
President Droupadi Murmu: 'গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল' সংসদের ভাষণে জরুরি অবস্থার উল্লেখ রাষ্ট্রপতির! প্রতিবাদ বিরোধীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement