President Murmu Takes Sortie In Rafale Fighter: আকাশে রাষ্ট্রপতি! রাফালে জেটে উড়ে নজির গড়লেন দ্রৌপদী মুর্মু
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
President Murmu Takes Sortie In Rafale Fighter: হরিয়ানার অম্বালা এয়ারফোর্স স্টেশনে বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। ভারতের রাষ্ট্রপতি ও তিন বাহিনীর সর্বাধিনায়ক দ্রৌপদী মুর্মু ফ্রান্সে নির্মিত আধুনিক যুদ্ধবিমান রাফাল–এ চড়ে সফলভাবে সোর্টি (sortie) শেষ করেন।
হরিয়ানা: হরিয়ানার অম্বালা এয়ারফোর্স স্টেশনে বুধবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। ভারতের রাষ্ট্রপতি ও তিন বাহিনীর সর্বাধিনায়ক দ্রৌপদী মুর্মু ফ্রান্সে নির্মিত আধুনিক যুদ্ধবিমান রাফাল–এ চড়ে সফলভাবে সোর্টি (sortie) শেষ করেন।
আরও পড়ুনঃ বাংলা-ওড়িশা সীমানায় ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের! গুরুতর আহত ৯
রাষ্ট্রপতি মুর্মু এই উপলক্ষে সম্পূর্ণ জি-স্যুট, হেলমেট ও সেফটি গিয়ার পরে দুই আসনের প্রশিক্ষণ রাফাল বিমানে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞ পাইলটরা।
VIDEO | VIDEO | Air Force Base, Ambala: President Droupadi Murmu boards Rafale jet. She will take a sortie in the fighter jet shortly.@rashtrapatibhvn @IAF_MCC
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/dzz1BJlXN1
— Press Trust of India (@PTI_News) October 29, 2025
advertisement
advertisement
এর আগে ২০২৩ সালে তিনি অসমের তেজপুর ঘাঁটি থেকে একটি সুখোই-৩০ এমকেআই–তে উড্ডয়ন করেছিলেন। এবার রাফাল উড্ডয়নের মাধ্যমে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সোর্টি নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
রাফাল যুদ্ধবিমান ভারতের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা সম্পদ, যা ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় যুক্ত হয়। সাম্প্রতিক সময়ে এটি “অপারেশন সিন্ধুর”-এর মতো অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রাষ্ট্রপতির এই উড্ডয়ন কেবল প্রতীকী নয়—এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নারী নেতৃত্বের শক্ত বার্তা বহন করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 1:11 PM IST

