Accident: বাংলা-ওড়িশা সীমানায় ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলে মৃত‍্যু হয় দুজনের! গুরুতর আহত ৯

Last Updated:

Accident: বাংলা ওড়িশা বর্ডার টোল গেটে ভয়াবহ বাস দুর্ঘটনা। গত কাল রাত দুটো নাগাদ জলেশ্বরের টৌল গেটে সামনে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে পারাদ্বীপ থেকে আসা কোলকাতা গামি একটি যাত্রীবোঝাই বাস।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পঙ্কজ দাশ রথী, দিঘা: বাংলা ওড়িশা বর্ডার টোল গেটে ভয়াবহ বাস দুর্ঘটনা। গত কাল রাত দুটো নাগাদ জলেশ্বরের টৌল গেটে সামনে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে পারাদ্বীপ থেকে আসা কলকাতাগামি একটি যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় ড্রাইভার হেলপারের।আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বেশ কয়েকজন যাত্রী।
ওড়িশা থেকে কলকাতা ফেরার যাত্রীবাহী একটি বাস জলেশ্বরের লক্ষ্মণনাথের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপার মারা গেছেন এবং ৯ জন গুরুতর আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে বালাশ্বরের মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
তথ্য অনুযায়ী, রাত ২টায়, ৬০ জনেরও বেশি যাত্রী বহনকারী বাংলার বেসরকারী একটি যাত্রীবাহী বাস ওড়িশা থেকে কলকাতা বাবুঘাটে ফিরছিল, তখন বালাশ্বর জেলার ১৬ নম্বর জাতীয় মহাসড়কের জলশ্বর লক্ষ্মণনাথ টোলগেটে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে জলশ্বর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে জলশ্বর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। চালক ও হেলপার মারা যান এবং ৯ জন যাত্রী গুরুতর আহত হন। আহত ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: বাংলা-ওড়িশা সীমানায় ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলে মৃত‍্যু হয় দুজনের! গুরুতর আহত ৯
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement