দলিতের পাল্টা দলিত, NDA-এর পর বিরোধীদের প্রার্থী ঘোষণায় জটিল রাষ্ট্রপতি নির্বাচন

Last Updated:

দলিতের পাল্টা দলিত, NDA-এর পর বিরোধীদের প্রার্থী ঘোষণায় জটিল রাষ্ট্রপতি নির্বাচন

#নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছেই। বিজেপির প্রার্থী ঘোষণার পর বুধবার পালটা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিরোধীদের। আর এক্ষেত্রে প্রায় চূড়ান্ত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। শুক্রবারের মধ্যেই মীরা কুমারের ঘোষণা হতে পারে। বিজেপির দলিত প্রার্থীর পালটা কৌশল হিসাবে মীরা কুমারকে সামনে আনছে বিরোধীরা। এই নিয়ে পরপর ৪ বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাষ্ট্রপতি ভবনে ঢোকা হচ্ছে না রামনাথ কোবিন্দের। বিজেপির দলিত প্রার্থীর মোকাবিলায় আরেক দলিতের মাঠে নামা প্রায় নিশ্চিত। বিরোধীদের প্রার্থী হিসাবে প্রায় চূড়ান্ত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার।
রামনাথ কোবিন্দকে তাদের প্রার্থী ঘোষণার পরই পালটা প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল বিরোধীরা। দফায় দফায় বাম, আরজেডি নেতৃত্বের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতারা। সম্ভাব্য ৩ জনের মধ্যে মীরা কুমারের গ্রহণযোগ্যতা বেশি। তাই তাঁকে প্রার্থী করার সম্ভাবনাই বেশি। কেন মীরা কুমারে ভরসা বিজেপি বিরোধীদের?
advertisement
advertisement
মীরা কুমার দলিত নেতা বাবু জগজীবন রামের মেয়ে
দলিত নেত্রী হিসাবেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে
জন-প্রতিনিধি ও সংসদীয় ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা
লোকসভার প্রাক্তন স্পিকার মীরার সঙ্গে সব দলের সম্পর্ক ভালো
পিছিয়ে পড়া মহিলাদের ক্ষমতায়ন নিয়ে সক্রিয়া মীরা কুমার
এই নিয়ে পরপর চারবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
- এবার বিরোধী প্রার্থীর সঙ্গে রামনাথ কোবিন্দের মধ্যে ভোটাভুটি নিশ্চিত
advertisement
-২০১২ সালে পূর্ণ সাংমাকে হারিয়ে রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়
-২০০৭ সালে ভিএস শেখাওয়াতকে হারিয়ে রাষ্ট্রপতি হন প্রতিভা পাতিল
-- ২০০২ সালে লক্ষী সেওগলকে ভোটাভুটিতে হারিয়ে রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম
আগামী সপ্তাহে বিভিন্ন দলের সমর্থন চেয়ে দৌত্য শুরু করেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। বুধবার লালকৃষ্ণ আদবানির সঙ্গেও দেখা করেও আশীর্বাদ নেন রামনাথ কোবিন্দ। মীরা কুমারকে নিয়েও প্রচারের ছক চূড়ান্ত করছে কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দলিতের পাল্টা দলিত, NDA-এর পর বিরোধীদের প্রার্থী ঘোষণায় জটিল রাষ্ট্রপতি নির্বাচন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement