Prashant Kishor: কোন ভয়ে কেন্দ্রে বড় মন্ত্রক চাইলেন না নীতীশ? বিস্ফোরক দাবি প্রশান্ত কিশোরের

Last Updated:

প্রশান্ত কিশোর দাবি করেছেন, বাধ্য হয়েই নীতীশ কুমারকে গিলতে হচ্ছে বিজেপিকে৷ কারণ নীতীশ সমর্থন তুলে নিলেই কেন্দ্রের সরকার পড়ে যাবে৷

নীতীশকে নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের৷
নীতীশকে নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের৷
নয়াদিল্লি: তৃতীয় এনডিএ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতীশ কুমার৷ নীতীশের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি-র সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদি সরকার৷ প্রথম ভাবা হয়েছিল, সুযোগ পেয়ে নীতীশ হয়তো চাপে ফেলবেন বিজেপিকে৷ স্পিকারের মতো পদের দাবিও জানাতে পারে জেডিইউ৷ একান্ত তা না হলে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানাবে নীতীশের দল৷ শেষ পর্যন্ত অবশ্য সে পথে হাঁটেননি নীতীশ৷ বরং রাজনৈতিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েই মোদি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে জেডিইউ-এর মাত্র দু জন সাংসদের৷ তাও আবার সেররম উল্লেখযোগ্য কোনও মন্ত্রক পাননি তাঁরা৷
কেন নীতীশ বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রক চাইলেন না, তার ব্যাখ্যা দিয়ে বিস্ফোরক দাবি করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ একটি সভায় যোগ দিতে গিয়ে তিনি দাবি করেন, ‘নীতীশ কুমার চাইলে বলতেই পারতেন যে বিহারের প্রতি জেলায় একটা করে কারখানা তৈরি করতে হবে অথবা বড় কোনও মন্ত্রক জেডিইউ-কে ছাড়তে হবে, নাহলে সমর্থন দেব না৷ , গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব যদি জেডিইউ-এর কেউ পান, তাহলে নিজের দলের মধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যাবে৷ এই ভয় থেকেই বিজেপির কাছে বড় কোনও মন্ত্রকের দাবি জানাননি বিহারের মুখ্যমন্ত্রী৷ নীতীশ শুধু বিজেপির শীর্ষ নেতাদের থেকে এই নিশ্চয়তা আদায় করতে চেয়েছেন যে তিনিই যেন ২০২৫-এর পরেও বিহারের মুখ্যমন্ত্রী থাকতে পারেন৷’
advertisement
advertisement
শুধু তাই নয়, প্রশান্ত কিশোর দাবি করেছেন, বাধ্য হয়েই নীতীশ কুমারকে গিলতে হচ্ছে বিজেপিকে৷ কারণ নীতীশ সমর্থন তুলে নিলেই কেন্দ্রের সরকার পড়ে যাবে৷
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জেডিইউ থেকে দু জন মন্ত্রী জায়গা পেয়েছেন৷ মৎস্যপালন, পশুপালন, ডেয়ারি এবং পঞ্চায়েত দফতরের মন্ত্রী হয়েছেন রাজীবরঞ্জন সিং৷ অন্যদিকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেডিইউ-এর রামনাথ ঠাকুর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: কোন ভয়ে কেন্দ্রে বড় মন্ত্রক চাইলেন না নীতীশ? বিস্ফোরক দাবি প্রশান্ত কিশোরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement