Kolkata Metro: কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন? শেষ হয়ে গেল বড় কাজ! কবে থেকে আবার পুরনো দিনের মতো চলবে মেট্রো!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: গত জুলাই মাসে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় স্টেশন।
কলকাতা: কবি সুভাষ মেট্রো স্টেশন নির্মাণের কাজ শুরু করতে তোড়জোড়। সূত্রের খবর, নয়া স্টেশনের নকশা তৈরি হয়ে গিয়েছে। পুরোদমে কাজ শুরু করে দেওয়া হবে শীঘ্রই। পাশাপাশি ক্ষুদিরাম অবধি নয়া পয়েন্ট তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রা আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার। ব্লু লাইনে বাকি থাকা বিভিন্ন পরিকাঠামো মূলক কাজ শেষ করা হবে এই সময়ের মধ্যেই।
advertisement
প্রসঙ্গত, গত জুলাই মাসে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় স্টেশন। এরপর পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো।
advertisement
advertisement
ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হল কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। কবি সুভাষ স্টেশনটি হল মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা।
advertisement
২১টি স্তম্ভ বা পিলার আছে কবি সুভাষ স্টেশনে। ২১টি স্তম্ভের মধ্যে ৪টি স্তম্ভে ফাটল ধরা পড়ে। তবে বাস্তব চিত্র বলছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভেই অল্পবিস্তর ফাটল ধরেছে। আভ্যন্তরীণ তথ্য বলছে, কর্মী সঙ্কটও উদ্বেগের কারণ। অনুমোদিত কর্মীর সংখ্যার থেকে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি কর্মী কম আছে। রক্ষণাবেক্ষণ এবং নজরদারির ত্রুটি কোন মাত্রায় পৌঁছেছে, তা গত এক বছরে একাধিক ঘটনায় প্রমাণিত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 10:52 AM IST

