Antara Mitra Marriage: বিয়ের পিঁড়িতে অন্তরা মিত্র, পাত্র সঙ্গীত জগতের কেউ নন, চিনে নিন গায়িকার হবু বরকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কার সঙ্গে বিয়ে হচ্ছে গায়িকার? পাত্রীর হবু স্বামী কোনও ভাবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন৷ অন্য পেশার সঙ্গে যুক্ত তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্তরা মিত্রকে বর্তমানে ‘সা রে গা মা পা’র বিচারকের আসনে দেখা যাচ্ছে। এছাড়াও বাংলার গণ্ডি পেরিয়ে বহু আগেই মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় প্লেব্যাক গায়িকা হিসেবে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। তবে বিয়ের পর কয়েকদিন তাঁকে এই অনুষ্ঠানে নাও দেখা যেতে পারে বলে গুঞ্জন৷ বিয়ের পরপরই মধুচন্দ্রিমার জন্য কোথাও যাবেন গায়িকা৷ তারপর ফিরে এসে হবে রিসেপশন৷ এসব মিটিয়ে তিনি ফের ফিরবেন তাঁর কাজে৷
