East Bardhaman News: কাটোয়া জুড়ে সারের কালোবাজারি! চাষিদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, বড় পদক্ষেপ নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব

Last Updated:

East Bardhaman News: জাতীয় কংগ্রেসের নেতা রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়া মহকুমা জুড়ে ব্যবসায়ীরা রাসায়নিক সারের দাম বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছে। কৃত্রিম অভাব তৈরি করে সুকৌশলে চাষিদের প্রতারিত করছে।

কাটোয়া মহকুমার জাতীয় কংগ্রেস নেতৃত্ব কাটোয়ার মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল
কাটোয়া মহকুমার জাতীয় কংগ্রেস নেতৃত্ব কাটোয়ার মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ সারের কালোবাজারি রুখতে এবং সারের সরকারিভাবে বিক্রিমূল্য নির্ধারণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠল। এই দাবিতে এবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার জাতীয় কংগ্রেস নেতৃত্ব কাটোয়া মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন মহকুমা শাসক।
এই বিষয়ে জাতীয় কংগ্রেসের নেতা রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়া মহকুমা জুড়ে ব্যবসায়ীরা রাসায়নিক সারের দাম বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছে। কৃত্রিম অভাব তৈরি করে সুকৌশলে চাষিদের প্রতারিত করছে। এখন আলু ও ধান চাষের মরসুম শুরু হয়েছে। এদিকে চাষিরা খোলা বাজারে ন্যায্য মূল্যে সার কিনতে পারছে না।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা! এবার অ্যাকশনে ট্রাফিক বিভাগ, দুর্গাপুরে চিহ্নিত করা হল ৮টি ‘ব্ল্যাক স্পট’
রণজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, কাটোয়ার মহকুমা শাসককে এই পরিস্থিতির কথা লিখিতভাবে জানালাম। ব্যবস্থা না নিলে আগামীদিনে চাষিদের নিয়ে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
advertisement
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু। তিনি জানান, স্মারকলিপি পেয়েছি। সারের কালোবাজারি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে কৃষকদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। আগামীদিনে কী হয় সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কাটোয়া জুড়ে সারের কালোবাজারি! চাষিদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, বড় পদক্ষেপ নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement