Indian Railways: রেলের বিরাট সুখবর! ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের বিশেষ নাম! রেলকে কুর্নিশ পরিবেশপ্রেমীদের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনটির সামনে লালকালির অক্ষরে লেখা হয়েছে ‘জলদাপাড়া ন্যাশনাল পার্ক’। একশৃঙ্গ গন্ডার এবং এই জাতীয় উদ্যানের ঐতিহ্য বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ায় ভারতীয় রেলের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বনকর্মী ও পরিবেশপ্রেমীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যায়, জলদাপাড়ার শীর্ষ কর্তারা এবং প্রত্যেকজন বনকর্মী অক্লান্ত পরিশ্রম করেন এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করতে। এই জাতীয় উদ্যান ও একশৃঙ্গ গন্ডার দেশের হেরিটেজ। তথ্য বলছে, বর্তমানে দেশের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার রয়েছে। তাই জলদাপাড়া কর্তৃপক্ষকে কুর্নিশ জানাতেই রেলের এই পদক্ষেপ।