Asansol: নিখোঁজ সাংসদ- বিধায়ক, দু' দিনে পড়ল দুই পোস্টার! ছট পুজোর আগে সরগরম আসানসোল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অগ্নিমিত্রা পালের আগে অবশ্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও কুলটি এলাকায় গতকাল একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল৷
#দীপক শর্মা, আসানসোল: আসানসোলের সাংসদের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়।
শুক্রবার এমনই ছবি দেখা গেল আসানসোলের গোপালপুর সংলগ্ন ফ্লাওয়ার মিলের রাস্তায়। পোস্টারকে কেন্দ্র করে স্বভাবতই শোরগোল পড়ে এলাকায়৷ পোস্টারে লেখা রয়েছে, 'অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভায় নিখোঁজ রয়েছেন। খুঁজলেও পাওয়া যায় না। যে খুঁজে দেবে ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাবে।'
advertisement
advertisement
অগ্নিমিত্রা পালের আগে অবশ্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও কুলটি এলাকায় গতকাল একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল৷ সেই পোস্টারেও অভিযোগ করা হয়েছিল, আসানসোলের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ 'বিহারীদের ছট পুজোর সময় বিহারী বাবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না', এমন কটাক্ষও ছিল সেই পোস্টারে৷ সাংসদের নামে পোস্টার পড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পোস্টার পড়ল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷
advertisement
অগ্নিমিত্রা পাল নিজে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ তাঁর জবাব, 'যাঁরা এসব করছেন একটু খোঁজখবর নিয়ে করুন৷' তৃণমূল নেতাদের অবশ্য দাবি, বিজেপি-র গোষ্ঠী কোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে৷
তবে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার পাশেই দাঁড়িয়েছেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর দাবি, শত্রুঘ্ন সিনহা নিয়মিতই আসানসোলে যান৷ রাজনৈতিক ভাবে প্রচারে আসার জন্যই বিরোধীরা এমন কাণ্ড ঘটিয়েছে৷
Location :
First Published :
October 28, 2022 7:52 PM IST