Doctor Death Arrest: ৫০টি খুনে অভিযুক্ত, মৃতদেহ খাইয়ে দিতেন কুমিরদের! রাজস্থানে পুলিশের জালে সিরিয়াল কিলার 'ডক্টর ডেথ!'

Last Updated:

সিরিয়াল কিলারে পরিণত হওয়ার আগে ১৯৯৮ সাল থেকে কিডনি পাচারের কারবার চালাতেন এই দেবেন্দ্র শর্মা৷ ১৯৯৪ সালে গ্যাস ডিলারের ব্যবসায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর থেকেই অপরাধ জগতে পা রাখেন দেবেন্দ্র৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রথমে ট্যাক্সি অথবা লরি চালকদের ভুয়ো ভাড়ার টোপ দিয়ে ডাকতেন৷ তার পর তাঁদেরকে খুন করে সেই সমস্ত যানবাহন চোরা বাজারে বিক্রি করে দিতেন৷ প্রমাণ লোপাট করতে মৃতদেহগুলিকে ফেলে দিতেন কুমির ভর্তি খালে৷
জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়ে থাকা সেই কুখ্যাত ‘ডক্টর ডেথ’ ওরফে দেবেন্দ্র শর্মাকে রাজস্থান থেকে ফের গ্রেফতার করল দিল্লি৷ সিরিয়াল কিলার দেবেন্দ্র একজন আয়ুর্বেদ চিকিৎসকও ছিলেন৷ সেই কারণেই ‘ডক্টর ডেথ’ নামে পরিচিত হয়ে যান তিনি৷
৬৭ বছরের দেবেন্দ্রর বিরুদ্ধে অন্তত ২৭টি খুন, অপহরণ এবং ডাকাতির অভিযোগ রয়েছে৷ ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে এই খুনগুলি করেন তিনি৷ খুনের পর মৃতদেহগুলি উত্তরপ্রদেশের কাসগঞ্জের কুমির ভর্তি হাজরা খালে ফেলে দিতেন তিনি৷ দিল্লি, রাজস্থান এবং হরিয়ানার সাতটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত তিনি৷ একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে আদালত৷ দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন তিনি৷
advertisement
advertisement
সিরিয়াল কিলারে পরিণত হওয়ার আগে ১৯৯৮ সাল থেকে কিডনি পাচারের কারবার চালাতেন এই দেবেন্দ্র শর্মা৷ ১৯৯৪ সালে গ্যাস ডিলারের ব্যবসায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর থেকেই অপরাধ জগতে পা রাখেন দেবেন্দ্র৷
এর আগেও ২০২০ সালে প্যারোলে মুক্ত হয়ে গা ঢাকা দেন দেবেন্দ্র৷ সাত মাস বাদে ধরা পড়েন তিনি৷ ২০২৩ সালে ফের দু মাসের জন্য প্যারোলে ছাড়া পেয়ে আবারও পালিয়ে যান দেবেন্দ্র৷ শেষ পর্যন্ত রাজস্থানের দৌসার একটি আশ্রম থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ সেখানে পুরোহিত সেজে গা ঢাকা দিয়েছিলেন দেবেন্দ্র৷ পুলিশের ধারণা, সবমিলিয়ে ৫০টিরও বেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেবেন্দ্র৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Doctor Death Arrest: ৫০টি খুনে অভিযুক্ত, মৃতদেহ খাইয়ে দিতেন কুমিরদের! রাজস্থানে পুলিশের জালে সিরিয়াল কিলার 'ডক্টর ডেথ!'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement