সব জায়গায় আনন্দ ছড়িয়ে পড়ুক, ট্যুইটে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Last Updated:
শক্তির আরাধনায় মেতেছে গোটা দেশ।
#নয়াদিল্লি: তিনি শক্তির আধার। নারীশক্তির মূর্ত প্রতীক। তিনি দ্বীপান্বিতা। অন্ধকার দূর করে আলোর উৎস তিনি। শক্তির আরাধনায় তাই আজ মেতেছে গোটা দেশ। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। ট্যুইটে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মোদি এদিন ট্যুইটে লিখেছেন, ‘উৎসবকে আরও উজ্জ্বল করে তুলুন ৷ আনন্দে থাকুন, সুস্থ থাকুন ৷ সবার সাফল্য কামনা করি ৷ সব জায়গায় আনন্দ ছড়িয়ে পড়ুক ৷’
গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীপাবলি কাটবে ভারতীয় সেনার সঙ্গে ৷ গত বছর উত্তরাখন্ডে চিন-ভারত সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাদের কাছে পৌঁছে গিয়েছিলেন মোদি ৷ এবারটিও এরকমই করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ তবে উত্তরাখন্ডে নয়, দেশের অন্য কোনও সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে মোদি এবার দীপাবলি পালন করবেন বলে জানা গিয়েছে ৷ ঠিক কোন সীমান্তে পৌঁছেবেন, তা সুরক্ষার কারণে গোপন রাখা হয়েছে ৷
advertisement
advertisement
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রত্যেক দীপাবলিতে জওয়ানদের কাছে পৌঁছে যান মোদি ৷ ২০১৪ সালে সিয়া-চিন, তার পরের বছর অর্থাৎ ২০১৫ সালে পঞ্জাব সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে দেখা গিয়েছিল মোদিকে ৷
देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे। Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2019 2:44 PM IST