PM Narendra Modi: চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন! শীঘ্রই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন উদ্বিগ্ন মোদি...

Last Updated:

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্যাবিনেট সচিব রাজিব গৌবা, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরের আধিকারিকরা।

কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সভাপতিত্বে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্যাবিনেট সচিব রাজিব গৌবা, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ে আগামিকাল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডব্য। করোনা মোকাবিলায় আপাতত সব রাজ্যকে কড়া কোভিড বিধি (Coronavirus India) মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। এদিনের বৈঠকের লকডাউন নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলিকে স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দিতে বলা হয়েছে বৈঠকে। বেশি করে আই সি ইউ এবং ভেন্টিলেটর প্রস্তুত রাখতে বলা হয়েছে। সামনেই বাজেট অধিবেশন। তার আগে, সংসদের ৪০২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, ৪-৮ জানুয়ারি পর্যন্ত সংসদের ১ হাজার ৪০৯ জন কর্মীর মধ্যে ৪০২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ৪০২ জনের মধ্যে ২০০ জন লোকসভা, ৬৯ জন রাজ্যসভার কর্মী। বাকি ১৩৩ জন সহযোগী কর্মী। সবার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (Omicron In India) জন্য পাঠানো হয়েছে।
advertisement
সংসদের এক আধিকারিক জানিয়েছেন, ৪০২ জন স্টাফের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা জানার জন্য নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। যে ৪০২ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সকলেরই পরীক্ষা সংসদ ভবন চত্বরেই করা হয়েছিল। যে সমস্ত সংক্রমিত কর্মী সংসদ ভবন চত্বরের বাইরে টেস্ট করিয়েছেন, তাঁরা এই তালিকায় অন্তর্ভুক্ত নেই।
advertisement
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.২১ শতাংশে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখন ৫ লাখ ৯০ হাজার ৬১১ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬০৩ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জনের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন! শীঘ্রই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন উদ্বিগ্ন মোদি...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement