PM Narendra Modi || The Vial – India’s Vaccine Story : 'আজ আমি সন্তুষ্ট...' কোভিড মোকাবিলায় ভারতের ঐতিহাসিক লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ মোদির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
History TV18-এ শুক্রবার রাত ৮টায় প্রিমিয়ার হয় 'দ্য ভায়াল'- এর। এই প্রথম খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরেন কোভিডের লড়াইয়ের গল্প, কীভবে ভারত কোভিডের বিরুদ্ধে জয়ী হল সেই কথা।
নয়াদিল্লি: সালটা ২০২০৷ মানুষ যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি হয়েছিল ঠিক সেটাই৷ আছড়ে পড়েছিল করোনা নামের এক মহামারি৷ গোটা বিশ্ব এক লহমায় অন্ধকার দেখেছিল৷ মুখ থুবড়ে পড়েছিল তাবড় তাবড় উন্নত দেশ৷ অজানা এই বিপদের মোকাবিলা কীভাবে করতে হবে বুঝতে পারেনি কেউ৷ ক্রমে বাড়ছিল মৃত্যুর অঙ্ক৷ হাজার-লক্ষ-কোটি৷ মানুষে মানুষে দূরত্ব বাড়ছিল৷ গোটা পৃথিবী অপেক্ষা করছিল কোনও এক সঞ্জীবনী মন্ত্রের৷ কোভিডের থেকে বাঁচার একমাত্র উপায় ছিল ভ্যাকসিন। কীভাবে রেকর্ড সময়ের মধ্যে ভারত সেই ভ্যাক্সিন প্রস্তুত করল, বানিজ্যিকভাবে উৎপাদন করল এবং গোটা দেশে সফলভাবে বিতরণ করল, সেই গল্পই বলছে History TV18-এর নতুন ডকুমেন্টারি 'দ্য ভায়াল'।
advertisement
History TV18-এ শুক্রবার রাত ৮টায় প্রিমিয়ার হয় 'দ্য ভায়াল'- এর। এই প্রথম খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরেন কোভিডের লড়াইয়ের গল্প, কীভবে ভারত কোভিডের বিরুদ্ধে জয়ী হল সেই কথা। ডকুতে দেখা যায় ভ্যাক্সিনের প্রস্তুতকারক সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনাওয়ালা ও ভারত বায়োটেক-এর চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা-র সাক্ষাৎকার।
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আমরা ভেবেছিলাম কোনও দেশের ভ্যাকসিন তৈরির জন্য আমাদের অপেক্ষা করা উচিত নাকি আমাদের জিনোমিক পরিস্থিতি বিশ্লেষণ করে একটি ভ্যাকসিন তৈরি করা উচিত। এরপর আমরা বিজ্ঞানীদের নিয়ে একটি টাস্কফোর্স তৈরি করি এবং সিদ্ধান্ত নি যে আমরা আমাদের ভ্যাকসিন তৈরি করব, খরচ যাই হোক না কেন।'
advertisement
শুক্রবার রাত আটটায় প্রচারিত ৬০ মিনিটের তথ্যচিত্রে, প্রধানমন্ত্রী মোদি জানান, "এটা স্পষ্ট ছিল যে আমাদের একটি বড় পরিসরে কাজ করতে হবে তাও কম সময়ে। ভারতের জন্য চ্যালেঞ্জ ছিল শুধু ভ্যাকসিন তৈরি করা নয়, বরং দেশের প্রত্যন্ত কোণে নির্ধারিত সময়সীমার মধ্যে এটি একটি বিশাল জনসংখ্যার কাছে তা পৌঁছে দেওয়া। আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি৷ আমরা প্রযুক্তির উপর নির্ভর করেছিলাম, তৃণমূল পর্যায়ের লোকেদের প্রশিক্ষিত করেছিলাম৷ ” তিনি ভারতের মসৃণ টিকাকরণ অভিযানে CoWIN অ্যাপের ভূমিকাকে স্বাগত জানিয়ে বলেন, "যখন ইতিহাসের পাতা ওল্টানো হবে এবং পরিস্থিতি বিশ্লেষণ করা হবে, তখন করোনভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই মানবজাতির সর্বোচ্চ সেবার এক দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হবে। আজ, আমি সন্তুষ্ট যে আমার দেশের চিকিৎসক, হাসপাতাল এবং বিজ্ঞানীরা একটি অসাধারণ কাজ করেছেন যার কারণে ভ্যাকসিন পৌঁছতে পেরেছে৷"
advertisement
দেশের ১.৩ বিলিয়ন জনসংখ্যাকে অন্তত একটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি, বিশ্বব্যাপী একটি বড় ভূমিকা পালন করেছে ভারত। ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগে মাধ্যমে ১০০টি দেশে কোভিড-19 ভ্যাকসিনের ২৩২.৪৩ মিলিয়ন ডোজ সরবরাহ করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 8:50 PM IST