Manoj Bajpayee: 'ডকুমেন্টারির মাধ্যমে কোভিড যোদ্ধাদের আমার কুর্ণিশ','দ্য ভায়াল' মুক্তির আগে মনোজ বাজপেয়ী

Last Updated:

কীভাবে রেকর্ড সময়ের মধ্যে ভারত ভ্যাক্সিন প্রস্তুত করল, বানিজ্যিকভাবে উৎপাদন করল এবং গোটা দেশে সফলভাবে বিতরণ করল, সেই গল্পই বলছে History TV18-এর নতুন ডকুমেন্টারি 'দ্য ভায়াল'

নয়াদিল্লি: ২০২০ সালে গোটা বিশ্বে শুরু হয় এক নয়া লড়াই। মারণ ভাইরাস করোনা থেকে বাঁচার লড়াই। মানুষ শিখতে শুরু করে নতুন কিছু শব্দ... লকডাউন, কোয়ারেন্টাইন। মানুষের জীবনে আসে নতুন ভোর... অন্ধকার-কালো ভোর, আসে নতুন নানা অভ্যাস... মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা! শুরু হয় এক অন্য জীপনযাপন। কোভিডের থেকে বাঁচার একমাত্র উপায় ছিল ভ্যাক্সিন। কীভাবে রেকর্ড সময়ের মধ্যে ভারত সেই ভ্যাক্সিন প্রস্তুত করল, বানিজ্যিকভাবে উৎপাদন করল এবং গোটা দেশে সফলভাবে বিতরণ করল, সেই গল্পই বলছে History TV18-এর নতুন ডকুমেন্টারি 'দ্য ভায়াল'।
গোটা ডকুমেন্টারিটি বর্ণনা করেছেন বিখ্যাত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর উপস্থাপনাতেই উঠে এসেছে কোভিড-কাহিনি। অভিনেতার ভাষায়, '' এই ডকুর মাধ্যমে দেশের প্রতিটি ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা ও সেই-সমস্ত মানুষ, যাঁদের জন্য আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে পেরেছি, তাঁদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপন।''
কেন এই ডকুমেন্টারিটি করতে রাজি হয়েছিলেন? মনোজ বাজপেয়ীর কথায়, '' প্রযোজকরা চাইছিলেন আমি ডকুমেন্টারিটা করি। আমি নিজেও কাজটা করতে চাইছিলাম। এই ডকু-র মাধ্যমে আমি প্রতিটি কোভিড যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, করোনাকালে আমরা বাড়ির আরামে ছিলাম। কিন্তু সেইসময় কোভিড যোদ্ধারা দিনরাত এক করে পরিশ্রম করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে। বৈজ্ঞানিক, ফ্রন্টলাইন ওয়ার্কার ! এই মানুষগুলোর জন্যই আমরা আজ সুরক্ষিত। এই ডকুমেন্টারি সেই সকল যোদ্ধাদের স্যালুট জানায়, তাঁদের অবদান উদযাপন করে।''
advertisement
advertisement
২ দিনে ডকুমেন্টারিটি রেকর্ড করেন মনোজ বাজপেয়ী। তাঁর মতে, '' যতটা সহজ মনে হয়েছিল, কাজটা ঠিক ততটাও সহজ ছিল না। আমায় গোটা ডকুটা ন্যারেট করতে হয়েছে।''
History TV18-এ শুক্রবার রাত ৮টায় প্রিমিয়ার হবে 'দ্য ভায়াল'- এর। এই প্রথম খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরবেন কোভিড লড়াইয়ের গল্প, কীভবে ভারত কোভিডের বিরুদ্ধে জয়ী হল। ডকুতে দেখা যাবে ভ্যাক্সিনের প্রস্তুতকারক সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনাওয়ালা ও ভারত বায়োটেক-এর চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা-র সাক্ষাৎকার।
advertisement
দর্শকদের জন্য বাজপেয়ীর বার্তা, '' এই ডকুমেন্টারির পরতে পরতে ধরা পড়েছে ভ্যাক্সিনের গল্প। কীভাবে ভ্যাক্সিন প্রস্তুত করা হল? এত জনবহুল একটা দেশে কীভাবে তা বিতরণ হল? সবটা বিস্তারিতভাবে ফুটে উঠেছে। প্রত্যেকের ডকুটি দেখা উচিত। নির্মাতারা খুব খেটে এরকম আরকাইভাল একটি প্রজেক্ট বানিয়েছেন। ডকুমেন্টারিটি দেখার সময় মাথায় রাখবেন, প্রকৃতিকে কখনও হালকাভাবে নেবেন না।''
advertisement
দেশের ১.৩ বিলিয়ন জনসংখ্যাকে অন্তত একটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি, বিশ্বব্যাপী একটি বড় ভূমিকা পালন করেছে ভারত। ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগে মাধ্যমে ১০০টি দেশে কোভিড-19 ভ্যাকসিনের ২৩২.৪৩ মিলিয়ন ডোজ সরবরাহ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manoj Bajpayee: 'ডকুমেন্টারির মাধ্যমে কোভিড যোদ্ধাদের আমার কুর্ণিশ','দ্য ভায়াল' মুক্তির আগে মনোজ বাজপেয়ী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement