Cheetahs were released : জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আসা চিতাদের উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Cheetahs were released : তিন অতিথিকে স্বাগত জানাল গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান৷ আপাতত উদ্যানের স্পেশাল এনক্লোজারই নবাগত চতুষ্পদদের ঠিকানা
নয়াদিল্লি: জন্মদিনে অরণ্যের কোলে বন্যপ্রাণকে উন্মুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের তৃণপ্রান্তরে উন্মুক্ত করলেন তিনি৷ তিন অতিথিকে স্বাগত জানাল গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান৷ আপাতত উদ্যানের স্পেশাল এনক্লোজারই নবাগত চতুষ্পদদের ঠিকানা (Cheetahs were released)৷ তাদের উন্মুক্ত করার পর রীতিমতো পেশাদার ভঙ্গিতে তাদের ছবিও তোলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷
শনিবার সকালে ভারতীয় সেনার তত্ত্বাবধানে বিশেষ বিমানে নামিবিয়া থেকে মোট আটটি চিতা এসে পৌঁছয় গোয়ালিয়র বিমানবন্দরে৷ তার পর সেখান থেকে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে তাদের পাঠানো হয় কুনো জাতীয় উদ্যানে৷ প্রথমে ঠিক হয়েছিল তারা কুনো জাতীয় উদ্যানে পৌঁছবে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে৷ কিন্তু যদি শব্দের কারণে তাদের অসুবিধে হয়, সেকথা চিন্তা করে চিনুকের বদলে বেছে নেওয়া হয় এমআই-১৭ হেলিকপ্টার৷
advertisement
বিন্ধ্য পর্বতের উত্তর দিকে ৩৪৪.৬৮৬ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত কুনো জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে চম্বলের শাখানদী কুনোর নদীর নামে৷ পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য এই জাতীয় উদ্যানকে বেছে নেওয়া হয়েছে নবাগত চিতাদের নতুন ঠিকানা হিসেবে৷
advertisement
Under Project #Cheetah, PM @narendramodi released 8 #Cheetahs brought from Namibia to Kuno-Palpur National Park, M.P. An endeavour towards environment & wildlife conservation. #IndiaWelcomesCheetah@moefcc @byadavbjp @JM_Scindia @MPTourism @incredibleindia pic.twitter.com/H1U8FbLTf1 — Ministry of Information and Broadcasting (@MIB_India) September 17, 2022
advertisement
আরও পড়ুন : ৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে
প্রসঙ্গত ভারতে একসময় বাস ছিল এশিয়াটিক চিতা-র৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা ক্রমশ কমতে থাকে৷ ভারতে শেষ জীবিত চিতা মারা যায় আজকের ছত্তীসগঢ়ের কোরীয়া জেলায়৷ ১৯৫২ সালে পুরো প্রজাতি নিশ্চিহ্ন বা বিলুপ্ত হয়ে যায় এ দেশে৷ ৭০ বছর পর আবার ক্ষিপ্র ও দ্রুততম চতুষ্পদের পা পড়ল ভারতে৷ এই প্রকল্পে ভারতে চিতা পাঠানোর জন্য নামিবিয়া সরকারকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি৷
advertisement
Prime Minister Narendra Modi releases the cheetahs that were brought from Namibia this morning, at Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/dtW01xzElV
— ANI (@ANI) September 17, 2022
আরও পড়ুন : শুধু চিতা নয়, মোদির জন্মদিনে বড় চমক সন্ধ্যায়! কী বিশেষ ঘোষণা হতে চলেছে, জেনে নিন বিস্তারিত
তবে বিশেষজ্ঞদের সাবধানবাণী, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হতে পারে নামিবিয়া থেকে আগত চিতাদের৷ তাছাড়া কুনো জাতীয় উদ্যানে ইতিমধ্যেই প্রচুর লেপার্ড বা চিতাবাঘ রয়েছে৷ বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷ অন্যদিকে ভারতে ব্যাঘ্র প্রকল্প আছে মোট ৫২ টি৷ ১৮ রাজ্যে প্রায় ৭৫ হাজাক বর্গকিমি এলাকা জুড়ে এই অভয়ারণ্যগুলিতে বাস বিশ্বের বন্য বাঘের প্রায় ৭৫ শতাংশের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2022 2:37 PM IST