৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে

Last Updated:

Cheetas land India: ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে
ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে
নয়াদিল্লি : ৭০ বছর পর ভারতের মাটিতে পা রাখল বিরল ও লুপ্তপ্রায় চিতা৷ নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে উড়িয়ে আনা হল মোট আটটি চতুষ্পদকে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছেছে শ্বাপদগুলি৷ সেখান থেকে তাদের হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে৷ জাতীয় উদ্যানের মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে চিতাদের৷ শনিবার সকাল আটটার কিছু আগেই ভারতীয় বায়ুসেনার তত্ত্বাবধানে চার জোড়া চিতা এসে পৌঁছেছে গোয়ালিয়রে৷ সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার MI 17-এ উড়িয়ে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে৷
উড়ানে চিতাদের সঙ্গে আছেন বিশ্বের নামী চিতাবিশেষজ্ঞ ডক্টর লরি মার্কার৷ জানিয়েছেন বিরল এই বন্য প্রাণীগুলিকে সম্পূর্ণ ঘুম পাডা়নো হয়নি৷ তবে মৃদু আচ্ছন্ন করে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক সংস্থা চিতা কনজারভেশন ফান্ডের তরফে জানানো হয়েছে ভারতের পাঠানো আটটির মধ্যে রয়েছে ৫ টি স্ত্রী চিতা৷ তাদের বয়স ২ থেকে ৫ বছর৷
পুরুষ চিতাগুলির বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর৷ অতীতে ভারতে বাস ছিল এশিয়াটিক চিতার৷ কিন্তু ১৯৫২ সালে তাদের বিলুপ্ত বলে ঘোষণা করা হয়৷ অন্তর্মহাদেশীয় স্থানান্তর প্রকল্পের আওতায় তাদের আনা হল৷
advertisement
advertisement
আরও পড়ুন : সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই ছাড়া হবে নবাগত চিতাদের৷ গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান এখন আলোচনার কেন্দ্রে৷ প্রধানমন্ত্রী তাঁর নিজের জন্মদিনে অর্থাৎ শনিবার নিজের হাতে তিনটি চিতাকে এই উদ্যানে মুক্ত করবেন৷
advertisement
আরও পড়ুন :  অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
তবে বিশেষজ্ঞদের সাবধানবাণী, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হতে পারে নামিবিয়া থেকে আগত চিতাদের৷ তাছাড়া কুনো জাতীয় উদ্যানে ইতিমধ্যেই প্রচুর লেপার্ড বা চিতাবাঘ রয়েছে৷ বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement