৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Cheetas land India: ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চিনুকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে
নয়াদিল্লি : ৭০ বছর পর ভারতের মাটিতে পা রাখল বিরল ও লুপ্তপ্রায় চিতা৷ নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে উড়িয়ে আনা হল মোট আটটি চতুষ্পদকে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছেছে শ্বাপদগুলি৷ সেখান থেকে তাদের হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে৷ জাতীয় উদ্যানের মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে চিতাদের৷ শনিবার সকাল আটটার কিছু আগেই ভারতীয় বায়ুসেনার তত্ত্বাবধানে চার জোড়া চিতা এসে পৌঁছেছে গোয়ালিয়রে৷ সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার MI 17-এ উড়িয়ে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে৷
উড়ানে চিতাদের সঙ্গে আছেন বিশ্বের নামী চিতাবিশেষজ্ঞ ডক্টর লরি মার্কার৷ জানিয়েছেন বিরল এই বন্য প্রাণীগুলিকে সম্পূর্ণ ঘুম পাডা়নো হয়নি৷ তবে মৃদু আচ্ছন্ন করে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক সংস্থা চিতা কনজারভেশন ফান্ডের তরফে জানানো হয়েছে ভারতের পাঠানো আটটির মধ্যে রয়েছে ৫ টি স্ত্রী চিতা৷ তাদের বয়স ২ থেকে ৫ বছর৷
পুরুষ চিতাগুলির বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর৷ অতীতে ভারতে বাস ছিল এশিয়াটিক চিতার৷ কিন্তু ১৯৫২ সালে তাদের বিলুপ্ত বলে ঘোষণা করা হয়৷ অন্তর্মহাদেশীয় স্থানান্তর প্রকল্পের আওতায় তাদের আনা হল৷
advertisement
advertisement
A special chartered cargo flight, carrying 8 cheetahs from Namibia, landed in Gwalior, Madhya Pradesh
(Source: Civil Aviation Minister Jyotiraditya M Scindia's Twitter handle) pic.twitter.com/Fkmwqukuj3 — ANI (@ANI) September 17, 2022
আরও পড়ুন : সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই ছাড়া হবে নবাগত চিতাদের৷ গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান এখন আলোচনার কেন্দ্রে৷ প্রধানমন্ত্রী তাঁর নিজের জন্মদিনে অর্থাৎ শনিবার নিজের হাতে তিনটি চিতাকে এই উদ্যানে মুক্ত করবেন৷
advertisement
The cheetahs have arrived in their new home- KUNO - heavenly habitat for our cats! pic.twitter.com/wlEhKBr2EY
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) September 17, 2022
আরও পড়ুন : অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
তবে বিশেষজ্ঞদের সাবধানবাণী, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হতে পারে নামিবিয়া থেকে আগত চিতাদের৷ তাছাড়া কুনো জাতীয় উদ্যানে ইতিমধ্যেই প্রচুর লেপার্ড বা চিতাবাঘ রয়েছে৷ বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2022 10:25 AM IST