PM Narendra Modi: সেপ্টেম্বরেই মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

সেপ্টেম্বর মাসেই মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর যেতে পারেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi
নয়া দিল্লি: সেপ্টেম্বর মাসেই মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর যেতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী যাবেন বলে দু’টি জায়গায় অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত খবর, ইম্ফলের কাংলা এবং চুরাচাঁদপুরের পিস গ্রাউন্ডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৩-এ মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে যে অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে মৃত্যু হয়েছে অন্তত ২৫০ জনের। বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ৬০,০০০ মানুষ। ২০২৩-এর অশান্তির পর এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম মণিপুর সফর। তবে মিজোরাম সফর নিশ্চিত হলেও মণিপুর সফর এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, যদি মোদির মণিপুর সফর নিশ্চিত হয়, তাহলে তিনি মেইতি ও কুকি অধ্যুষিত অঞ্চলেও যেতে পারেন,কথা বলতে পারেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে।
advertisement
advertisement
অন্যদিকে, বিহারের এক সমবায় সমিতির উদ্বোধনে মা প্রয়াত হীরাবেন মোদির উদ্দেশে কুকথার প্রসঙ্গে কংগ্রেস এবং আরজেডিকে একহাত নিলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিহারে এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে মৃত মায়ের নামে কুকথা বলার অভিযোগে সরাসরি নিশানা করলেন কংগ্রেস এবং আরজেডিকে। তিনি বলেন, ” আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। মা আমাদের কাছে পৃথিবীতুল্য। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই বিহারে যা ঘটেছে, তা আমি কল্পনাও করতে পারি না। আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: সেপ্টেম্বরেই মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement