E20 পেট্রোল নিয়ে ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের! আপনার পুরনো গাড়ি, বাইকের কী হবে? সামনে বড়সড় বিপদ এবার

Last Updated:
E20 Petrol- এদিনের জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাওয়ায় আপাতত দেশজুড়ে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলকই থাকছে। ফলে লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে।
1/6
আতঙ্কের নতুন নাম E20 পেট্রোল। আর এবার এই নতুন ধারার পেট্রোলের ব্যাপারে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপনার পুরনো বাইক, গাড়ি নিয়ে চিন্তা বেড়ে গেল এবার থেকে।
আতঙ্কের নতুন নাম E20 পেট্রোল। আর এবার এই নতুন ধারার পেট্রোলের ব্যাপারে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপনার পুরনো বাইক, গাড়ি নিয়ে চিন্তা বেড়ে গেল এবার থেকে।
advertisement
2/6
দেশের সব পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই  মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইথানল-মুক্ত পেট্রোল পাওয়ার বিকল্প পথ আপাতত বন্ধ হয়ে গেল সারা দেশে। যে সব পুরনো গাড়ি E20 পেট্রোলের জন্য উপযুক্ত নয়, তারাও আর সাধারণ পেট্রোল পাবেন না। অথচ জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছিল, যাদের গাড়ি পুরনো তাদের যেন সাধারণ পেট্রোল দেওয়া হয়। তবে সেই দাবি মানল না শীর্ষ আদালত।
দেশের সব পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইথানল-মুক্ত পেট্রোল পাওয়ার বিকল্প পথ আপাতত বন্ধ হয়ে গেল সারা দেশে। যে সব পুরনো গাড়ি E20 পেট্রোলের জন্য উপযুক্ত নয়, তারাও আর সাধারণ পেট্রোল পাবেন না। অথচ জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছিল, যাদের গাড়ি পুরনো তাদের যেন সাধারণ পেট্রোল দেওয়া হয়। তবে সেই দাবি মানল না শীর্ষ আদালত।
advertisement
3/6
E20 পেট্রোল ব্যবহার করায় পুরনো গাড়ির মাইলেজ অন্তত ১০ শতাংশ কমে যাচ্ছে। সেই সমস্যার কথা তুলে ধরা হয়েছিল জনস্বার্থ মামলায়। এটাও জানানো হয়, এই পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, যেমন রাবার বা প্লাস্টিকের টিউব ক্ষতিগ্রস্থ হচ্ছে।
E20 পেট্রোল ব্যবহার করায় পুরনো গাড়ির মাইলেজ অন্তত ১০ শতাংশ কমে যাচ্ছে। সেই সমস্যার কথা তুলে ধরা হয়েছিল জনস্বার্থ মামলায়। এটাও জানানো হয়, এই পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, যেমন রাবার বা প্লাস্টিকের টিউব ক্ষতিগ্রস্থ হচ্ছে।
advertisement
4/6
এদিন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল জানান, পেট্রোল নিয়ে এই নীতি সবদিক বিবেচনা করেই করা হয়েছে। দেশের আখ চাষিরা বিপুল লাভবান হবেন এতে। আর তারপরই এই প্রধান বিচারপতির বেঞ্চ এদিনের জনস্বার্থ মামলা খারিজ করে দেন। এমনকী এটাও বলা হয়, কোনও বাইরের কারও থেকে এই ব্যাপারে কোনও কথা শোনা হবে না।এই মামলা খারিজ হয়ে যাওয়ায়, আপাতত দেশজুড়ে E20 পেট্রোল ব্যবহার বাধ্যতামূলকই থাকছে। আর এর ফলে, দেশের বিভিন্ন শহরের রাস্তায় চলা লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে যে চিন্তা বাড়বে, সে কথা বলাই যায়।
এদিন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল জানান, পেট্রোল নিয়ে এই নীতি সবদিক বিবেচনা করেই করা হয়েছে। দেশের আখ চাষিরা বিপুল লাভবান হবেন এতে। আর তারপরই এই প্রধান বিচারপতির বেঞ্চ এদিনের জনস্বার্থ মামলা খারিজ করে দেন। এমনকী এটাও বলা হয়, কোনও বাইরের কারও থেকে এই ব্যাপারে কোনও কথা শোনা হবে না। 
advertisement
5/6
এদিনের জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাওয়ায় আপাতত দেশজুড়ে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলকই থাকছে। ফলে লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে।
এদিনের জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাওয়ায় আপাতত দেশজুড়ে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলকই থাকছে। ফলে লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে।
advertisement
6/6
অনেকের দাবি, এই পেট্রোল ভরার ফলে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর সেই ক্ষতি হলে ইনসিওরেন্স কোম্পানিও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছে। ফলে যাঁদের পুরনো গাড়ি, তাঁদের সামনে যে এখন বড় বিপদ, তা বলাই যায়।
অনেকের দাবি, এই পেট্রোল ভরার ফলে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর সেই ক্ষতি হলে ইনসিওরেন্স কোম্পানিও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছে। ফলে যাঁদের পুরনো গাড়ি, তাঁদের সামনে যে এখন বড় বিপদ, তা বলাই যায়।
advertisement
advertisement
advertisement