E20 পেট্রোল নিয়ে ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের! আপনার পুরনো গাড়ি, বাইকের কী হবে? সামনে বড়সড় বিপদ এবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
E20 Petrol- এদিনের জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাওয়ায় আপাতত দেশজুড়ে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলকই থাকছে। ফলে লক্ষ লক্ষ পুরনো গাড়ি ও বাইকের মালিকদের গাড়ির ইঞ্জিন ও মাইলেজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে।
advertisement
দেশের সব পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ইথানল-মুক্ত পেট্রোল পাওয়ার বিকল্প পথ আপাতত বন্ধ হয়ে গেল সারা দেশে। যে সব পুরনো গাড়ি E20 পেট্রোলের জন্য উপযুক্ত নয়, তারাও আর সাধারণ পেট্রোল পাবেন না। অথচ জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছিল, যাদের গাড়ি পুরনো তাদের যেন সাধারণ পেট্রোল দেওয়া হয়। তবে সেই দাবি মানল না শীর্ষ আদালত।
advertisement
advertisement
advertisement
advertisement