Jagdeep Dhankhar: এ কী অবস্থা জগদীপ ধনখড়ের! কোনও উপরাষ্ট্রপতিকে এই অবস্থায় পড়তে হয়নি! কী ঘটল জানেন ধনখড়ের সঙ্গে? অবিশ্বাস্য

Last Updated:

Jagdeep Dhankhar: জগদীপ ধনখড় দক্ষিণ দিল্লির ছত্তরপুর এনক্লেভে অবস্থিত ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালার একটি ফার্মহাউসে তিনি থাকবেন।

কী হল জগদীপ ধনখড়ের?
কী হল জগদীপ ধনখড়ের?
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন আগেই। সোমবার নয়াদিল্লির সরকারি বাসভবন ছেড়ে দিলেন জগদীপ ধনখড়। ANI সূত্রে এমনটাই জানা গিয়েছে। সরকারি বাসভবন ছেড়ে দিল্লির ছতরপুর এনক্লেভের একটি বাড়িতে উঠছেন তিনি।
দিল্লিতে থাকতে হলে আপাতত ভাড়া-বাড়িতেই থাকতে হবে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেইস্তফা দেওয়ার পরেও ধনখড় থাকেন উপরাষ্ট্রপতির বাংলোতেই। তাঁর জন্য বরাদ্দ বাড়িটি এখনও এক কেন্দ্রীয় মন্ত্রীর দখলে। এদিকে ৯ সেপ্টেম্বরের মধ্যেই ধনখড়কে ছাড়তে হবে বর্তমান বাংলো। দিল্লির ছত্তরপুর এলাকায় একটি বেসরকারি বাড়ি ভাড়া নিয়েছেন ধনখড়। এর আগে উপরাষ্ট্রপতি পদমর্যাদার কোনও ব্যক্তিকে এভাবে বেসরকারি বা ভাড়াবাড়িতে থাকতে হয়নি। সূত্রের খবর, দীর্ঘ অপেক্ষার পর, দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন।
advertisement
advertisement
তাঁর পরবর্তী গন্তব্য? জানা গিয়েছে, আপাতত তিনি দক্ষিণ দিল্লির ছত্তরপুর এনক্লেভে অবস্থিত ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালার একটি ফার্মহাউসে তিনি থাকবেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২১ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ধনখড় উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
advertisement
তারপর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। তিনি উপরাষ্ট্রপতির বাসভবনেই ছিলেন মাঝের সময়কালে। সূত্রের খবর, প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে তাঁর একটি বাসভবন প্রাপ্য। এতদিন তিনি ওই বাসভবনের চাবির অপেক্ষাই করছিলেন। তা মেলেনি। আপাতত তাই গন্তব্য খামারবাড়ি।
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar: এ কী অবস্থা জগদীপ ধনখড়ের! কোনও উপরাষ্ট্রপতিকে এই অবস্থায় পড়তে হয়নি! কী ঘটল জানেন ধনখড়ের সঙ্গে? অবিশ্বাস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement