Durga Puja 2025 : শহরে শতাধিক পুজো! কিন্তু কোনগুলি একেবারেই মিস করা যাবে না? দেখে নিন সেরা পাঁচের তালিকা

Last Updated:
Durga Puja 2025 : শহরে শতাধিক পুজোর আয়োজন। কিন্তু থিম, মণ্ডপে নজর কাড়ছে কোন কোন কমিটি? এক ক্লিকেই দেখে নিন দুর্গাপুরের সেরা পাঁচটি মণ্ডপ।
1/6
দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রথমবার চোখ ধাঁধানো ১৫০ ফুট উচ্চতার গগনচুম্বী পুজো মণ্ডপ গড়ে দর্শনার্থীদের তাক লাগাচ্ছে অগ্রনী সাংস্কৃতিক পরিষদ সর্বজনীন দুর্গাপুজো কমিটি।ব্যাঙ্ককের সর্ব বৃহত্তম বৌদ্ধ মন্দির
দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রথমবার চোখ ধাঁধানো ১৫০ ফুট উচ্চতার গগনচুম্বী পুজো মণ্ডপ গড়ে দর্শনার্থীদের তাক লাগাচ্ছে অগ্রনী সাংস্কৃতিক পরিষদ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। ব্যাঙ্ককের সর্ব বৃহত্তম বৌদ্ধ মন্দির "ওয়াট অরুণ " মন্দিরের অনুকরণে তৈরি এই মণ্ডপ। পুজোর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। তৃতীয়া থেকেই কাতারে কাতারে ভিড় জমাচ্ছে মানুষ। <strong>( ছবি ও তথ্য : দীপিকা সরকার)</strong>
advertisement
2/6
দুর্গাপুর মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত একটি অসমাপ্ত মিউজিয়াম
দুর্গাপুর মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত একটি অসমাপ্ত মিউজিয়াম "স্যাংচুয়ারি অব ট্রুথ"।সম্পূর্ণ কাঠের তৈরি ১১০ ফুট উচ্চতার বিশাল ওই মিউজিয়াম দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা।
advertisement
3/6
পুজোয় যদি পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতিতে গা ভাসাতে চান তাহলে স্বল্প খরচে রেলপথ অথবা সড়ক পথে সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।এখানে এলেই পাবেন
পুজোয় যদি পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতিতে গা ভাসাতে চান, তাহলে স্বল্প খরচে রেলপথ অথবা সড়ক পথে সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।এখানে এলেই পাবেন "এক টুকরো পাঞ্জাব" এর স্বাদ। সরাসরি দেখতে পাবেন পাঞ্জাবের ভাংরা নাচ, গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে ৮০ ফুটের বিশাল সেই স্বর্ণমন্দির। পাঞ্জাব দর্শন করতে আপনাকে আসতে হবে দুর্গাপুরের ঊর্বশী সর্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো মণ্ডপে।
advertisement
4/6
এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে মণ্ডপ গড়ে তুলেছে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি।তাঁদের পুজোর এই বছরের থিম
এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে মণ্ডপ গড়ে তুলেছে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি। তাঁদের পুজোর এই বছরের থিম " দিঘার জগন্নাথ মন্দির"। হুবহু সেই মন্দিরের আদলেই গড়ে উঠেছে বিশাল মণ্ডপ। মণ্ডপ ও প্রতিমা দর্শনের পরেই বহির্দ্বারে মিলবে শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ।এককথায় সম্পূর্ণ দীঘার জগন্নাথ ধামের পরিবেশ গড়ে উঠেছে ওই মণ্ডপ চত্বরে।
advertisement
5/6
শহরের কংক্রিটের খাঁচা জালে গ্রামবাংলার দুগ্গা পুজো ফুটিয়ে তুলেছে দুর্গাপুরের ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাঁদের এবারের পুজোর থিম
শহরের কংক্রিটের খাঁচা জালে গ্রামবাংলার দুগ্গা পুজো ফুটিয়ে তুলেছে দুর্গাপুরের ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাঁদের এবারের পুজোর থিম " মাটির টানে "। মাটি ও খড় দিয়ে বিশাল আকৃতির মণ্ডপ গড়ে তাক লাগাচ্ছে দর্শনার্থীদের। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা।
advertisement
6/6
এছাড়াও দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রতিবছর শতাধিক দুর্গাপুজো হয়।দুর্গাপুরের দুর্গাপুজো দেখতে শহরের পাশাপাশি পার্শ্ববর্তী আসানসোল, ঝাড়খন্ড, রানীগঞ্জ,বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন এলাকার মানুষ আসেন।তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দুর্গাপুরে দুর্গাপুজোর রুট ম্যাপ।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
এছাড়াও দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রতিবছর শতাধিক দুর্গাপুজো হয়। দুর্গাপুরের দুর্গাপুজো দেখতে শহরের পাশাপাশি পার্শ্ববর্তী আসানসোল, ঝাড়খন্ড, রানীগঞ্জ,বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন এলাকার মানুষ আসেন। তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দুর্গাপুরে দুর্গাপুজোর রুট ম্যাপ। <strong>( ছবি ও তথ্য: দীপিকা সরকার)</strong>
advertisement
advertisement
advertisement