'কংগ্রেস জওয়ানদের ব্যঙ্গ করছে', মোদির কটাক্ষে রাফালে জবাব রাহুলের

Last Updated:

ভোটের গরম বাজারে শনিবার রাজস্থানের র‌্যালিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলও ছাড়বার পাত্র নন৷ মধ্যপ্রদেশের র‌্যালিতে রাফাল চুক্তি ও পিএনবি কেলেঙ্কারি নিয়ে মোদিকে তুলোধনা করলেন৷

#আজমেঢ়: ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ বছর ঘুরলেই আবার লোকসভা নির্বাচন৷ ভোটের গরম বাজারে শনিবার রাজস্থানের র‌্যালিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলও ছাড়বার পাত্র নন৷ মধ্যপ্রদেশের র‌্যালিতে রাফাল চুক্তি ও পিএনবি কেলেঙ্কারি নিয়ে মোদিকে তুলোধনা করলেন৷
এ দিকে ভোটের তারিখ ঘোষিত হতেই রাজ্যের কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুত্‍-এর ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ এ দিন রাহুল ও তাঁর দল কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সার্জিক্যাল স্ট্রাইকে এমন কোনও ভারতীয় নেই, যাঁরা জওয়ানদের কাজে গর্বিত হননি৷ কিন্ত‌ু কংগ্রেসকে দেখুন, ওরা আমাদের জওয়ানদের ব্যঙ্গ করতেও ছাড়ছে না৷'
advertisement
জবাবে রাহুলের বক্তব্য, রাফাল বরাত রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL-কে দিলে ভারতে অনেক চাকরি হত৷ কিন্ত‌ু প্রধানমন্ত্রী মোদি সেই বরাত HAL-এর থেকে ছিনিয়ে নিয়ে একটি বেসরকারি সংস্থাকে ১ লক্ষ ৩০ হাজার কোটির চুক্তি পাইয়ে দিলেন৷ তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী, আপনি বড়লোকদের সুবিধা পাইয়ে দিচ্ছেন, ঠিক আছে৷ কিন্ত‌ু দেশের গরিব মানুষগুলিকেও একটু দেখুন৷'
advertisement
এ দিন রাজস্থানে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে-র 'রাজস্থান গৌরব যাত্রা'-র শেষদিনেই যোগ দেন প্রধানমন্ত্রী মোদি৷
advertisement
আরও ভিডিও: রাফাল ফাঁস চেপে ধরছে কেন্দ্রকে
বাংলা খবর/ খবর/দেশ/
'কংগ্রেস জওয়ানদের ব্যঙ্গ করছে', মোদির কটাক্ষে রাফালে জবাব রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement