'কংগ্রেস জওয়ানদের ব্যঙ্গ করছে', মোদির কটাক্ষে রাফালে জবাব রাহুলের
Last Updated:
ভোটের গরম বাজারে শনিবার রাজস্থানের র্যালিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলও ছাড়বার পাত্র নন৷ মধ্যপ্রদেশের র্যালিতে রাফাল চুক্তি ও পিএনবি কেলেঙ্কারি নিয়ে মোদিকে তুলোধনা করলেন৷
#আজমেঢ়: ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ বছর ঘুরলেই আবার লোকসভা নির্বাচন৷ ভোটের গরম বাজারে শনিবার রাজস্থানের র্যালিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুলও ছাড়বার পাত্র নন৷ মধ্যপ্রদেশের র্যালিতে রাফাল চুক্তি ও পিএনবি কেলেঙ্কারি নিয়ে মোদিকে তুলোধনা করলেন৷
এ দিকে ভোটের তারিখ ঘোষিত হতেই রাজ্যের কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুত্-এর ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ এ দিন রাহুল ও তাঁর দল কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সার্জিক্যাল স্ট্রাইকে এমন কোনও ভারতীয় নেই, যাঁরা জওয়ানদের কাজে গর্বিত হননি৷ কিন্তু কংগ্রেসকে দেখুন, ওরা আমাদের জওয়ানদের ব্যঙ্গ করতেও ছাড়ছে না৷'
advertisement
জবাবে রাহুলের বক্তব্য, রাফাল বরাত রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL-কে দিলে ভারতে অনেক চাকরি হত৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি সেই বরাত HAL-এর থেকে ছিনিয়ে নিয়ে একটি বেসরকারি সংস্থাকে ১ লক্ষ ৩০ হাজার কোটির চুক্তি পাইয়ে দিলেন৷ তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী, আপনি বড়লোকদের সুবিধা পাইয়ে দিচ্ছেন, ঠিক আছে৷ কিন্তু দেশের গরিব মানুষগুলিকেও একটু দেখুন৷'
advertisement
এ দিন রাজস্থানে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে-র 'রাজস্থান গৌরব যাত্রা'-র শেষদিনেই যোগ দেন প্রধানমন্ত্রী মোদি৷
advertisement
আরও ভিডিও: রাফাল ফাঁস চেপে ধরছে কেন্দ্রকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2018 6:52 PM IST