PM Narenrda Modi Speech Today : ‘স্বদেশি জিনিস কিনুন, স্বদেশী জিনিস বেচুন’, জাতির উদ্দ্যেশ্য ‘মেড ইন ইন্ডিয়া’কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মোদির! উত্সব নিয়ে কী জানালেন প্রধানমন্ত্রী?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
PM Narenrda Modi Speech Today : আগামিকাল ২২ সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে জিএসটি 2.0। তার আগেই রবিবার জাতির উদ্দ্যেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: আগামিকাল ২২ সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে জিএসটি 2.0। তার আগেই রবিবার জাতির উদ্দ্যেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে ‘স্বদেশি’ দ্রব্য কেনা এবং বেচা বৃদ্ধি করতে অনুরোধ প্রধানমন্ত্রীর।
‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাত্ দেশে তৈরি পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘ভারত উন্নতির শিখরে থাকাকালীন অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্প। ভারতে তৈরি পণ্যের মান অত্যন্ত ভাল হত। সেই গৌরবময় অধ্যায়কে পুনরুদ্ধার করতে হবে।” জাতির উদ্দ্যেশ্য বার্তা দিলেন মোদি।
advertisement
advertisement
সামনেই দুর্গাপুজো, দীপাবলি। উত্সবের মাসকে ‘বচতের উত্সব’ বা ‘বাঁচানোর উত্সব’ বলে উল্লেখ্য করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘‘মধ্য, নিম্নবিত্তদের জন্য সরকার ডবল বোনানজা দিয়েছে। প্রথমে ইনকাম ট্যাক্সে ছাড় তারপর জিএসটি রিফর্মস। আমার আশা উৎসবের মরশুমে আপনারা আরও বেশি করে কেনাকাটা করবেন।’’
advertisement
নরেন্দ্র মোদি বলেন, ‘‘মাঝারি, কুটির এবং ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে অনেক আশা রয়েছে। আপনারা সেরা প্রোডাক্ট তৈরি করুন। বিশ্বের সেরা প্রোডাক্ট। ফের জোর স্বদেশী জিনিস বেচা এবং কেনার ব্যাপারে। প্রধানমন্ত্রী এদিন বলেন, স্বদেশী জিনিস কিনুন, স্বদেশী জিনিস বেচুন। তাহলেই দেশ আত্মনির্ভর হবে।‘‘ রাজ্যগুলির প্রতি প্রধানমন্ত্রী বার্তা, ‘‘ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জোর দিন। বিনিয়োগের রাস্তা সুগম করুন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 5:47 PM IST