Hindi National Language Debate: আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদি

Last Updated:

PM Narendra Modi on Local Languages: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আদালতে আমাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহিত করতে হবে"

Local Language in Court: ‘জাতীয় ভাষা’ পোস্ট ঘিরে অভিনেতা অজয় ​​দেবগন এবং কন্নড় তারকা কিচ্ছা সুদীপের ট্যুইটার বিতর্কের মধ্যেই শনিবার আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “আদালতে আমাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহিত করতে হবে। এতে কেবল বিচার ব্যবস্থায় সাধারণ নাগরিকদের আস্থা বাড়াবে না বরং তারা এই ব্যবস্থার সঙ্গে আরও সংযুক্ত বোধ করবেন,” মুখ্যমন্ত্রী এবং উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের এক যৌথ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী মোদি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সাফল্য বিবেচনা করে কিচ্ছা সুদীপ জানিয়েছিলেন, হিন্দি “আর জাতীয় ভাষা নয়”। সেই বিতর্কের দিন কয়েক পরেই প্রধানমন্ত্রী মোদির এমন বিবৃতি।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই সুদীপের বিবৃতিকে সমর্থন করলে বিষয়টি আরও অন্য দিকে বাঁক নেয়। “আঞ্চলিক ভাষাগুলি গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি তাদের আঞ্চলিক ভাষাই অনুসরণ করে। সুদীপ যা বলেছেন ঠিক বলেছেন। প্রত্যেকেরই বিষয়টিকে সম্মান করা উচিত,” বলেন বাসভরাজ।
advertisement
advertisement
এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক ভাষার হয়ে সওয়াল করেছেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, স্থানীয় ভাষায় পড়ার সুযোগের ফলে গত আট বছরে চিকিৎসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। চিকিৎসাকে জীবিকা গড়তে ইচ্ছুক তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তব হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি ভাষা কমিটির চেয়ারপার্সন অমিত শাহ অবশ্য মনে করেন, হিন্দিকেই ইংরেজির বিকল্প হিসাবে গ্রহণ করা উচিত, স্থানীয় ভাষা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হিন্দির প্রাথমিক পাঠ এবং হিন্দি শিক্ষাদানের পরীক্ষায় আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
advertisement
অমিত শাহ প্যানেলের সদস্যদের জানিয়েছিলেন, এপ্রিলের শুরুতে, মন্ত্রিসভার ৭০ শতাংশ এজেন্ডা হিন্দিতে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, উত্তর পূর্বের আটটি রাজ্যে ২২,০০০ হিন্দি শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই অঞ্চলের নয়টি উপজাতি সম্প্রদায় তাদের উপভাষার লিপিগুলিকে দেবনাগরীতে রূপান্তরিত করেছে।
advertisement
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু, ভারতের প্রধান বিচারপতি এনভি রমণ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মুখ্যমন্ত্রী এবং উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Hindi National Language Debate: আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement