‘লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন মোদিজি?’, কটাক্ষ কংগ্রেস সহ সভাপতির

Last Updated:

সম্প্রতি মনমোহন সিংহের উদ্দেশ্যে করা ‘‌রেনকোট’‌ মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সহ-সভাপতি ৷

#নয়াদিল্লি: সম্প্রতি মনমোহন সিংহের উদ্দেশ্যে করা ‘‌রেনকোট’‌ মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সহ-সভাপতি ৷ এদিন মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘লোকের স্নানঘরে উঁকি দেন নাকি মোদিজি?’
শনিবার লখনইয়েঅখিলেশ যাদবকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে মোদিকে  রীতিমতো নিশানায় বিঁধলেন রাহুল ৷ এদিন মোদিকে কটাক্ষ করে তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শুধু গুগল সার্চ করতে, রাশিফল দেখতে এবং অন্যের স্নানঘরে উঁকি দিতেই ভালবাসেন। মোদিজির মানুষের নিরাপত্তা ও দেশ থেকে বেকারত্ব কী ভাবে দুর করবেন তা উপর নজর দেওয়া উচিৎ ৷’
বুধবার রাজ্যসভায় মোদির গলায় উঠে আসে মনমোহন সিংয়ের কথাও ৷ সমালোচনার সুরে মোদি নিশানা করেন পূর্বতন প্রধানমন্ত্রীকে ৷ মোদি জানান, ‘রেনকোট পরে কীভাবে স্নান করতে হয়, তা মনমোহন সিং খুব ভালই জানেন ৷ কারণ, উনি প্রধানমন্ত্রী থাকার সময় কংগ্রেস অনেক কাণ্ডে ফেঁসেছিল ৷ কিন্তু তার একটাও দাগ মনমোহন সিংয়ের গায়ে লাগেনি ৷ ’ এদিন মোদির মন্তব্যের পাল্টা জবাব দেন রাহুল ৷
advertisement
advertisement
শনিবার উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে ৷ এর আগে শুক্রবার মোদি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, ‘সাবধানে কথা বলুন আমার কাছে অপনাদের জন্মপত্রিকা রয়েছে ৷’ এর উত্তরে রাহুল বলেন লোকের রাশিফল প্রধানমন্ত্রীর অবসর সময় দেখা উচিৎ ৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দুকোটি জনসাধারণের কর্মসংস্থান করবেন  ৷ কিন্তু প্রতিশ্রুতিই তিনি রাখতে পারেননি ৷
advertisement
গত আড়াই বছরে প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ মোদি ৷ ধ্বংসাত্মক প্রবণতা প্রধানমন্ত্রীর, বললেন কংগ্রেস সহ-সভাপতি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন মোদিজি?’, কটাক্ষ কংগ্রেস সহ সভাপতির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement