‘লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন মোদিজি?’, কটাক্ষ কংগ্রেস সহ সভাপতির

Last Updated:

সম্প্রতি মনমোহন সিংহের উদ্দেশ্যে করা ‘‌রেনকোট’‌ মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সহ-সভাপতি ৷

#নয়াদিল্লি: সম্প্রতি মনমোহন সিংহের উদ্দেশ্যে করা ‘‌রেনকোট’‌ মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন কংগ্রেস সহ-সভাপতি ৷ এদিন মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘লোকের স্নানঘরে উঁকি দেন নাকি মোদিজি?’
শনিবার লখনইয়েঅখিলেশ যাদবকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে মোদিকে  রীতিমতো নিশানায় বিঁধলেন রাহুল ৷ এদিন মোদিকে কটাক্ষ করে তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শুধু গুগল সার্চ করতে, রাশিফল দেখতে এবং অন্যের স্নানঘরে উঁকি দিতেই ভালবাসেন। মোদিজির মানুষের নিরাপত্তা ও দেশ থেকে বেকারত্ব কী ভাবে দুর করবেন তা উপর নজর দেওয়া উচিৎ ৷’
বুধবার রাজ্যসভায় মোদির গলায় উঠে আসে মনমোহন সিংয়ের কথাও ৷ সমালোচনার সুরে মোদি নিশানা করেন পূর্বতন প্রধানমন্ত্রীকে ৷ মোদি জানান, ‘রেনকোট পরে কীভাবে স্নান করতে হয়, তা মনমোহন সিং খুব ভালই জানেন ৷ কারণ, উনি প্রধানমন্ত্রী থাকার সময় কংগ্রেস অনেক কাণ্ডে ফেঁসেছিল ৷ কিন্তু তার একটাও দাগ মনমোহন সিংয়ের গায়ে লাগেনি ৷ ’ এদিন মোদির মন্তব্যের পাল্টা জবাব দেন রাহুল ৷
advertisement
advertisement
শনিবার উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে ৷ এর আগে শুক্রবার মোদি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, ‘সাবধানে কথা বলুন আমার কাছে অপনাদের জন্মপত্রিকা রয়েছে ৷’ এর উত্তরে রাহুল বলেন লোকের রাশিফল প্রধানমন্ত্রীর অবসর সময় দেখা উচিৎ ৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দুকোটি জনসাধারণের কর্মসংস্থান করবেন  ৷ কিন্তু প্রতিশ্রুতিই তিনি রাখতে পারেননি ৷
advertisement
গত আড়াই বছরে প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ মোদি ৷ ধ্বংসাত্মক প্রবণতা প্রধানমন্ত্রীর, বললেন কংগ্রেস সহ-সভাপতি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন মোদিজি?’, কটাক্ষ কংগ্রেস সহ সভাপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement