কানপুর ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে সীমান্তপারের জঙ্গিদের হাত: মোদি

Last Updated:

উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে কানপুর ট্রেন দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#লখনউ: উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে কানপুর ট্রেন দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গোন্দা জেলায় ভাষণ দেওয়ার সময় কানপুর রেল দুর্ঘটনার প্রসঙ্গ তোলেন তিনি ৷ জানান যে কানপুরে ট্রেন লাইচ্যুত হওয়ার ঘটনা কোনও দুর্ঘটনা নয় ৷ বরং একটি বড় ষড়যন্ত্র ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র থাকতে পারে বলে এমনই দাবি করেছেন মোদি ৷
শুক্রবার নির্বাচনী প্রচারে তিনি জানান, ‘কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫০ জনের ৷ ঘটনায় বেশ কয়েকজনরে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে কানপুরের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সীমান্তপারের জঙ্গিদের হাত রয়েছে৷
নেপালে বসে পুরো ঘটনার চক্রান্ত করা হয়েছিল ৷ সীমান্ত পেরিয়ে যাতে জঙ্গিরা আমাদের দেশে হামলা চালাতে না পারে তাই গোন্ডা জেলার মানুষকে বিজেপি-কে ভোট দেওয়ার আর্জি জানান তিনি ৷
advertisement
advertisement
মোদি জানা, ‘গোন্ডা এলাকায় শান্তি রক্ষা করার জন্য এমন কাউকে ভোট দেওয়া উচিৎ যার মধ্যে জাতীয়তাবাদ রয়েছে৷ এই নির্বাচনে একটি আসনও সমাজবাদী পার্টি বা বিএসপি-র জেতা উচিৎ নয়৷ ১০০ শতাংশ আশনেই বিজেপির জয়ী হওয়া উচিৎ ৷’
গত ২০ নভেম্বর কানপুরের পুখরায়নে দুর্ঘটনায় পড়ে ইন্দোর–পাটনা এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ১৫০ জন নিরীহ মানুষের ৷ সম্প্রতি বিহার পুলিশের হাতে ধৃত তিন আইএস সন্দেহভাজন ৷ প্রেশার কুকারে বিস্ফোরক ভরে উড়িয়ে দেওয়া হয় ট্রেনের ট্র্যাক ৷ এমনই তথ্য জানা গিয়েছে ৷
advertisement
উত্তরপ্রদেশ ATS সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছে আইএস-এর নির্দেশেই ভারতীয় রেলকে টার্গেট করেছিল তারা ৷ রেলওয়ে ট্র্যাকে নাশকতা ঘটিয়ে কিভাবে ট্রেন দুর্গটনা ঘটানো যাবে তাঁর পুরো প্রশিক্ষণ দেওয়ার পর মোতিলালদের নির্দিষ্ট দিনে কানপুর স্টেশনে পাঠানো হয় ৷
পূর্ব নির্দেশ ও জায়গা মতোই তারা প্রেশার কুকারে বিস্ফোরক ভরে কানপুর থেকে ১০০ কিমি দূরে নির্দিষ্ট জায়গায় ট্রেন ট্র্যাকে রেখে দেয় ৷ বিস্ফোরণে উড়ে যায় রেলওয়ে লাইন ৷ ফলে ওই ট্র্যাক ধরে ইন্দোর–পাটনা এক্সপ্রেস আসায় প্রবল দুর্ঘটনা ঘটে ৷ লাইনচ্যুত হয় ওই ট্রেনের ১৪টি বগি ৷ এই পুরো অপরাশেনের জন্য দুবাই থেকে তাদের ২৫ লক্ষ টাকা পাঠিয়েছিল ISI এজেন্ট শামসুল হুডি নামে এক ব্যক্তি। পরে তাকেও গ্রেফতার করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কানপুর ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে সীমান্তপারের জঙ্গিদের হাত: মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement