Piyush Goyal To News18: 'মোদি, ফড়নবিসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উদ্ধব' বিস্ফোরক পীযূষ গোয়েল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রের ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেবেন্দ্র ফড়নবিসের পাশে থাকবেন, কারণ উদ্ধব ঠাকরে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, নেটওয়ার্ক ১৮- এর একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক বাণিজ্য ও শিল্পমন্ত্রী, মুম্বই উত্তরের বিজেপি প্রার্থী পীযূষ গয়াল
নয়াদিল্লি: মহারাষ্ট্রের ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেবেন্দ্র ফড়নবিসের পাশে থাকবেন, কারণ উদ্ধব ঠাকরে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, নেটওয়ার্ক ১৮- এর একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক বাণিজ্য ও শিল্পমন্ত্রী, মুম্বই উত্তরের বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল।
নেটওয়ার্ক ১৮ গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশিকে সাক্ষাৎকারে বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানালেন, ” ২০২৯ সালে মহারাষ্ট্রের রাজনীতি একটা নতুন মোড় নিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে থাকবে, ২০২৯ সালের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদির নামে লড়া হয়েছিল। আমার এখনও মনে আছে, আমাদের এলাকা থেকে শিবসেনা সাংসদকে জয়ী করতে আমি প্রতিটা ঘরে-ঘরে গিয়েছিলাম, গিয়েছিলাম রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশন-এর মিটিং-এ, মানুষদের এটাই বলতাম, মোদিজি-কে ভোট দিন, এটি মোদিজি’র নির্বাচন, মোদিজি-কেই প্রধানমন্ত্রী নির্বাচিত করুন। শিব সেন আসাংসদরা ভোট জিতল মোডিজি-র নামে। তারা এই বিষয়টি নিজেরাও জানেন। ২০২৯ বিধানসভা নির্বাচনেও বারবার বলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী হবেন। এমনকি অনেক মঞ্চ জনসভায়, যেখানে উদ্ধব ঠাকরে জি-ও উপস্থিত ছিলেন, বলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিসকে মুখ্যমন্ত্রী করা হবে।”
advertisement
#PiyushGoyalToNews18 | Union Minister @PiyushGoyal talks about Congress Manifesto, 400 Paar and much more in a MEGA exclusive conversation with Network18’s Editor-In-Chief @18RahulJoshi
Watch the FULL interview tonight at 8:57PM only on CNN-News18!#LokSabhaElections2024 #BJP pic.twitter.com/EIk9i0k61T
— News18 (@CNNnews18) May 12, 2024
advertisement
advertisement
পীযূষ গোয়েল বলেন, উদ্ধব ঠাকরে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, মোদিজি এবং ফড়নবিসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এটি আমাদের জোট ছিল। জোট সংখ্যাগরিষ্ঠ ভোট পায়। নিজের মুখ্যমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা, ছেলেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছায়, লোভে তিনি বালাসাহেব ঠাকরের প্রতিটি আদর্শ ত্যাগ করলেন, যা শিবসেনা সমর্থন করেছিল। তিনি হিন্দুত্বর বলি দিয়েছেন। বালাসাহেব ঠাকরের বিখ্যাত উক্তি ছিল, ‘আমি আমার দল ভেঙে দেব, কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত মেলাব না।’ উদ্ধব ঠাকরে এই আদর্শ পরিত্যাগ করেছেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 7:35 PM IST