এবার থেকে প্রতিদিন বদলাবে পেট্রোল ও ডিজেলের দাম !

Last Updated:

এবার থেকে প্রত্যেকদিন বদলাবে পেট্রোল ও ডিজেলের দাম !

#নয়াদিল্লি: এবার থেকে প্রত্যেকদিন বদলাতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই ওঠা নামা করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ সাধারণত এখনও পর্যন্ত  প্রতি মাসের ১ ও ১৬ তারিখ পেট্রল, ডিজেলের দাম খতিয়ে দেখা হয়। পাশাপাশি মার্কিন ডলারের সঙ্গে টাকার সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷
দেশের ৫৮,০০০ পেট্রোল পাম্পের মধ্যে ৯৫ শতাংশ পাম্প ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ৷ মে মাসের ১ তারিখ থেকে পাঁচটি শহরে প্রথামে এই নিয়ম চালু করা হবে পরীক্ষামূলক ভাবে ৷ এরপর তার গোটা দেশে লাগু করা হবে ৷
IOC চেয়ারম্যান বি অশোক জানিয়েছেন, ‘গোটা দেশের সমস্ত পেট্রোল পাম্পে এবার থেকে প্রতিদিন বদলাবে পেট্রোল ও ডিজেলের জাম ৷’
advertisement
advertisement
পুদুচেরি, বিশাখাপত্তনম, উদয়পুর, জামশেদপুর ও চণ্ডিগড়ে প্রথমে এই নিয়ম চতালু হতে চলেছে ৷ প্রত্যেক দাম বদল করায় খুব একটি অসুবিধা হওয়ার কথা নয় ৷ কিন্তু তাও গোটা দেশে এই নিয়ম লাগপু করার আগে তা পরীক্ষা করে নিতে চাইছে তেল সংস্থাগুলি বলে জানিয়েছেন IOC চেয়ারম্যান ৷
আন্তর্জাতিক ক্ষেত্রে এই নীতি লিকুইডিটি প্রাইসিং নামে পরিচিত। ওপেকভুক্ত দেশগুলো ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশে এই নীতি চালু রয়েছে। বর্তমানে ৩ মাস অন্তর জ্বালানির দাম পর্যালোচনা করে তেল সংস্থাগুলো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এই নীতিতে প্রতিদিনই গুনতে হবে বাড়তি টাকা।
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে প্রতিদিন বদলাবে পেট্রোল ও ডিজেলের দাম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement