ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে! বিতর্কিত মন্তব্যের জের, মেটা-কে তলব করবে সংসদীয় কমিটি?

Last Updated:

Mark Zuckerberg: ভারতের নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়! এ বার পদক্ষেপের পথে যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে! বিতর্কিত মন্তব্যের জের, মেটা-কে তলব করবে সংসদীয় কমিটি?
ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে! বিতর্কিত মন্তব্যের জের, মেটা-কে তলব করবে সংসদীয় কমিটি?
নয়া দিল্লি: ভারতের নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়! এ বার পদক্ষেপের পথে যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। বিতর্কিত মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হতে পারে এবার। সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মঙ্গলবার তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “যে কোনও গণতান্ত্রিক দেশে ভুল তথ্য দেশের ভাবমূর্তি নষ্ট করে। মেটাকে ভারতের সংসদ এবং এখানকার জনগণের কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।”
বিতর্কের সূত্রপাত গত শুক্রবার। একটি পডকাস্টে সাক্ষাৎকারের সময় ভারতের এ বছরের লোকসভা নির্বাচন নিয়ে ভুল মন্তব্য করে বসেন মেটা প্রধান জুকারবার্গ। তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের উপর থেকে মানুষের আস্থা সরে গিয়েছে। ২০২৪ সালে যার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তিনি বলেন, “২০২৪ সাল ছিল বড় বড় নির্বাচনের বছর। ভারত-সহ বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই ক্ষমতাসীন দলগুলি হেরে গিয়েছে। মুদ্রাস্ফীতির জন্যই হোক বা করোনা মোকাবিলায় আর্থিক নীতির জন্য হোক, কিংবা করোনা মোকাবিলার পদ্ধতির কারণেই হোক— বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে বলে অনুমান করা যায়।”
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?
এই মন্তব্যের প্রেক্ষিতে দুবের দাবি, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, মেটার লোকজনকে ডেকে পাঠাব। মেটার CEO, মার্ক জুকারবার্গ একটি মন্তব্য করেছেন এবং দেখিয়েছেন যে কোভিড-১৯ পরবর্তীতে সরকারবিরোধী একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে তিনি ভারতের কথাও উল্লেখ করেছেন।” তিনি আরও বলেন, “মার্ক জুকারবার্গের এই মন্তব্য উদ্বেগজনক এবং তিনি দেশের গণতন্ত্রে হস্তক্ষেপ করছেন। ভুল তথ্য দিয়ে পৃথিবীকে বিভ্রান্ত করছেন যে বিজেপি-এনডিএ ক্ষমতা হারিয়েছে!”
advertisement
আরও পড়ুন- কমছে পৃথিবীর ‘স্পিড’? ২৪ ঘণ্টায় নয়, শুরুতে কত ঘণ্টায় ‘১ দিন’ হত? গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য! 
যদিও মেটা কর্তৃপক্ষের ওই মন্তব্যে ইতিমধ্যে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, “জুকারবার্গ দাবি করেছেন করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচন-সহ বেশির ভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এটি তথ্যগত ভাবে ভুল।” মেটা কর্তার সেই ‘তত্ত্ব’ উড়িয়ে দিয়ে অশ্বিনী লেখেন, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদি টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জুকারবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক।’’
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে! বিতর্কিত মন্তব্যের জের, মেটা-কে তলব করবে সংসদীয় কমিটি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement