Parliament Security Breach: স্লোগান দিতে দিতে ঝাঁপ... হলুদ ধোঁয়ায় ভরে গেল গোটা চত্বর! ‘সংসদ হামলার’ দিনই পার্লামেন্টে চূড়ান্ত গাফিলতি, দেখেছেন সেই ভিডিও?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ তাঁদেরও গ্রেফতার করা হয়েছে৷
নয়াদিল্লি: এমন দৃশ্য বোধহয় সাম্প্রতিক অতীতে দেখেনি ভারত৷ খোদ সংসদের অন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি! পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মূর্মূ সেই সময় বক্তৃতা দিচ্ছেন৷ হঠাৎ করেই ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি৷ আর তারপরেই গোটা সংসদ চত্বর ভরে গেল হলুদ ধোঁয়ায়৷ কয়েক সেকেন্ডের মধ্যেই হুলস্থূল কাণ্ড৷ যদিও গোটা বিষয়টির পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই বলেই জানিয়েছে প্রশাসন৷ তবে দেশের সংসদ ভবনের ভিতরের নিরাপত্তা ব্যবস্থায় কী ভাবে এত বড় সড় গাফিলতি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে৷ সামনে এসেছে সেই চূড়ান্ত নাটকীয় মুহূর্তের ভিডিয়োও৷
টিভি ফুটেছে দেখা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই দর্শকাসন থেকে ঝাঁপিয়ে পড়লেন সাংসদদের বসার জায়গার কাছে৷ তারপরে টপকে গেলেন একের পর এক বেঞ্চ৷ আরেক জন দর্শক আসন থেকেই হলুদ ধোঁয়া ছড়াতে শুরু করলেন সংসদ ভবনের ভিতরে৷
আরও পড়ুন: ABVP নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী! PhD ডিগ্রিধারী.. মধ্যপ্রদেশে শিবরাজ জমানার শেষ করলেন এই নেতা, চেনেন এঁকে?
জানা গিয়েছে, বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই দুই ব্যক্তি৷ যে ব্যক্তি সাংসদদের বসার জায়গার উপরে লাফিয়েছিলেন, তাঁর জুতো থেকে কাঁদানে গ্যাসের একাধিক ক্যানিস্টার পাওয়া গিয়েছে৷
advertisement
advertisement
VIDEO | Police detain a man and a woman who were protesting outside #Parliament premises using colour smoke canisters. pic.twitter.com/V6nB7ljhXh
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
#WATCH | An unidentified man jumps from the visitor’s gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
advertisement
শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ ভিতরে যখন ওই ঘটনা ঘটছে সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁদেরও৷
২২ বছর আগে ২০০১ সালের ঠিক আজকের দিনেই, অর্থাৎ, ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল৷ যদিও এদিনের ঘটনার সঙ্গে আগের সংসদ হামলার কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছে প্রশাসন৷
advertisement
আরও পড়ুন: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার…POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের
গোটা ঘটনার সাক্ষী ছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, ‘‘লোকসভায় তখন জিরো আওয়ার চলছে৷ এক ব্যক্তি লোকসভার বেঞ্চের উপর লাফিয়ে লাফিয়ে উঠছিল৷ অন্য আরেক জন পাবলিক গ্যালারি থেকে টিয়ার গ্যাস ছড়াচ্ছিল৷’ নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলেছেন অধীর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
December 13, 2023 4:03 PM IST