Madhya Pradesh Chief Minister: ABVP নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী! PhD ডিগ্রিধারী.. মধ্যপ্রদেশে শিবরাজ জমানার শেষ করলেন এই নেতা, চেনেন এঁকে?

Last Updated:

কে এই মোহন যাদব? মধ্যপ্রদেশ বিধানসভার ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এই ভাবী মুখ্যমন্ত্রীর জন্ম ১৯৬৫ সালের ২৫ মার্চ৷ বাবার নাম পুনমচাঁদ যাদব এবং মায়ের নাম সীমা যাদব৷

মধ্যপ্রদেশ: সোমবারই হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা৷ মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের জমানায় ইতি টেনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে উজ্জয়িনী দক্ষিণের বিজেপি বিধায়ক মোহন যাদবকে৷ কে এই মোহন যাদব? কেন্দ্রীয় রাজনীতিতে এর আগে কখনওই শোনা যায়নি মোহনের নাম, তাহলে কী ভাবে মোদি-শাহের নেক নজরে এলেন তিনি? কেন মধ্যপ্রদেশে তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির ল্যন্ডস্লাইড ভিক্ট্রির অন্যতম কারিগর শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনল না পদ্ম শিবির? সেই প্রশ্নেই এখন তোলপাড় হচ্ছে কেন্দ্রীয় রাজনীতি৷
কে এই মোহন যাদব? মধ্যপ্রদেশ বিধানসভার ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এই ভাবী মুখ্যমন্ত্রীর জন্ম ১৯৬৫ সালের ২৫ মার্চ৷ বাবার নাম পুনমচাঁদ যাদব এবং মায়ের নাম সীমা যাদব৷
৬৪ বছরের শিবররাজের বদলে ৫৮-র মোহন যাদবকে বেছে নেওয়ার ক্ষেত্রে বয়স কিছুটা ‘ফ্যাক্টর’ বলে শোনা যাচ্ছে কানাঘুঁষো৷ তার উপরে মোহন যাদবের নামের পিছনে ডিগ্রির লাইনও বেশ লম্বা৷ B.Sc., L.L.B., M.A. (Political Science), M.B.A., সঙ্গে PhD.
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার…POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের
১৯৮২ সালে মাধব সায়েন্স কলেজ ইউনিয়ন করে রাজনীতির খাতায় নাম লেখান মোহন৷ তারপরে একে একে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কেন্দ্রীয় নেতা৷ ২০১৩ সালে প্রথম উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তারপর পর পর তিনবার জয়৷ ২০১৩. ২০১৮ এবং ২০২৩৷
advertisement
আরও পড়ুন: ‘বিশেষ’ নয় জম্মু ও কাশ্মীর! সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক’ রায়ে আশার আলো দেখছেন নরেন্দ্র মোদি
এর আগে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের আলোচনায় উঠে আসে শিবরাজ সিং চৌহান, কৈলাস বিজয়বর্গীয়ের মতো একাধিক হেভিওয়েটের নাম। তবে নতুন চমক এনে মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম সামনে আনল বিজেপি। লোকসভা ভোটের আগে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Chief Minister: ABVP নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী! PhD ডিগ্রিধারী.. মধ্যপ্রদেশে শিবরাজ জমানার শেষ করলেন এই নেতা, চেনেন এঁকে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement