Liquor Seized: বিধানসভা নির্বাচন হওয়া পাঁচ রাজ্য থেকে উদ্ধার ৮৫ লক্ষ লিটার মদ! তালিকায় শীর্ষে কোন রাজ্য?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Assembly Election Results 2022: ৩৬.৭৯ কোটি টাকা মূল্যের ৫৯,৬৫,৪৯৬ লিটার মদ সহ তালিকায় শীর্ষে রয়েছে পঞ্জাব।
#নয়াদিল্লি: নির্বাচন কমিশনের (Election Commission) কঠোর নিষেধাজ্ঞার জেরে ফেব্রুয়ারি ও মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পাঁচটি রাজ্য থেকে ৮৫ লাখ লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত (liquor seized) করা হয়েছে! শুধুমাত্র পঞ্জাবেই মোট প্রায় ৭০ শতাংশ মদ বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ৫৭৫.৩৯ কোটি টাকার মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচনের সময় নগদ টাকা, মদ, মাদক, বিনামূল্যের উপহার এবং মূল্যবান ধাতুর আদানপ্রদান পরীক্ষা (Liquor Seized) করার জন্য নির্বাচনী প্যানেল ফ্লাইং স্কোয়াড এবং নজরদারি রাখার বিশেষ দল মোতায়েন করেছিল। পাঁচটি রাজ্যে নির্বাচনের (Assembly Polls 2022) সময় করা মোট বাজেয়াপ্তের পরিমাণ হল ১,০৬১.৮৭ কোটি টাকা। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Polls 2017) সময় পাঁচটি রাজ্যে নির্বাচনী কর্তৃপক্ষ ২৯৯.৮৪ কোটি টাকার মূল্যের জিনিস বাজেয়াপ্ত করে। এবার সেই পরিমাণ সাড়ে তিন গুণ বেশি!
৮ জানুয়ারি নির্বাচন (Assembly Election Result) ঘোষণার পর থেকে পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর থেকে মোট ৮৫,২৭,২২৭ লিটার মদ বাজেয়াপ্ত (Liquor Seized) করা হয়েছে। ৩৬.৭৯ কোটি টাকা মূল্যের ৫৯,৬৫,৪৯৬ লিটার মদ সহ তালিকায় শীর্ষে রয়েছে পঞ্জাব। উত্তরপ্রদেশে উদ্ধার হওয়া মদের মূল্য ৬২.১৩ কোটি টাকা, পরিমাণ ২২,৯৪,৬১৪ লিটার, উত্তরাখণ্ডে ৪.৭৯ কোটি টাকা মূল্যের ৯৭,১৭৬ লিটার, গোয়ায় ৩.৫৭ কোটি টাকার ৯৫,৪৪৬ লিটার এবং মণিপুর ৭৩ লাখ টাকা মূল্যের ৭৪,৪৯৫ লিটার মদ বাজেয়াপ্ত (Liquor Seized) হয়েছে।
advertisement
advertisement
পাঁচটি রাজ্য থেকে বাজেয়াপ্ত হওয়া ৫৭৫.৩৯ কোটি টাকার মাদকের মধ্যে পঞ্জাবে উদ্ধার হওয়া মাদকের মূল্য ৩৭৬.১৯ কোটি টাকা, তারপরেই রয়েছে মণিপুর (১৪৩.৭৮ কোটি টাকা), উত্তর প্রদেশ (৪৮.৪৮ কোটি টাকা), উত্তরাখণ্ড (৫.৬৬ কোটি টাকা) এবং গোয়া (১.২৮ কোটি টাকা)। পাঁচটি রাজ্য থেকে নির্বাচন কমিশন ১৫৪.৫২ কোটি নগদ টাকা, ১১৭.৪৪ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১০৬.৫২ কোটি টাকার বিবিধ জিনিস বাজেয়াপ্ত করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 11:22 PM IST