Migratory Birds: ঝিলের জলে বিষ ? শয়ে শয়ে পরিযায়ী পাখিদের মৃতদেহ ভাসছে জলে!

Last Updated:

Tripura Sukhsagar Lake: সূত্রের খবর, প্রতি বছরই শীতে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এই রাজ্যের গোমতী জেলায় ভিড় জমায় পরিযায়ী পাখিরা

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#আগরতলা: ঝিলে ভেসে আছে শয়ে শয়ে পরিযায়ী পাখির (Migratory Birds) দেহ! শুক্রবার এমনই দৃশ্য দেখা গিয়েছে ত্রিপুরার সুখসাগর (Sukhsagar Lake) ঝিলে। সূত্রের খবর, প্রতি বছরই শীতে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এই রাজ্যের গোমতী জেলায় ভিড় জমায় পরিযায়ী পাখিরা (Migratory Birds)। এদিন কমপক্ষে একশোটি পাখির মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। গোমতীর বনবিভাগের আধিকারিক মহেন্দ্র সিং এবং উদয়পুর বনবিভাগের কমল ভৌমিক জানিয়েছেন, সুখসাগর ঝিলে পাখিদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে প্রত্যেকটি মৃতদেহ আগরতলাতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- চন্নি না সিধু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? "সিদ্ধান্ত নেবে দলই" জানালেন রাহুল
মহেন্দ্র সিং সাংবাদিকদের জানিয়েছেন, “তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পাখিদের মৃতদেহগুলি পরীক্ষা করার জন্যও বলা হয়েছে।” বনবিভাগের অন্য একজন কর্মকর্তা জানান, যে চোরাশিকারিরা কীটনাশক ঢেলে ঝিলের জল বিষিয়ে দিতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিযায়ী পাখিরা (Migratory Birds) ওই জল খেলে মৃত্যু তো অবশ্যম্ভাবী। গত এক দশক ধরে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে এই পাখিরা আসে বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন- এবার সরাসরি বাবুলের নিশানায় 'তিনি'! কেন বললেন "১০০ ঝালমুড়ি পর্ব করতে রাজি..."?
ঠিক কত পাখির মৃতদেহ পাওয়া গিয়েছে এই বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। আধিকারিকেরা জানিয়েছেন, “সমস্ত ঝিলটা জুড়েই মিলেছে পাখিদের মৃতদেহ এবং সেই কারণেই নির্দিষ্ট করে তাদের সংখ্যা বলতে পারা কঠিন। যদিও অনুমান করা হচ্ছে একশোর বেশি পাখির মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হল এই পাখিদের তা এখনও জানা যায়নি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কীট নাশকের জেরেই মৃত্যু হয়েছে পাখিগুলির।”
advertisement
advertisement
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, যে অনেক মানুষ মাংস খাওয়ার জন্য পাখিদের মৃতদেহ তুলে নিয়ে গেছে। কোথাও আবার কুকুরে এসে তুলে নিয়ে গিয়েছে পাখিদের শব।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Migratory Birds: ঝিলের জলে বিষ ? শয়ে শয়ে পরিযায়ী পাখিদের মৃতদেহ ভাসছে জলে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement