শতাধিক বাংলাদেশির হাতে ভারতীয় পরিচয়পত্র! নেপথ্যে পাকিস্তানের আজাদ! ইডির তদন্তে যা উঠে এল
- Published by:Tias Banerjee
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bangladeshi fake identity cards: আজাদের হাত ধরে শতাধিক বাংলাদেশির হাতে ভারতীয় পরিচয়পত্র! তদন্তে নেমেছে ইডি
কলকাতা: অবৈধভাবে ভারতে বসবাসকারী শতাধিক বাংলাদেশি নাগরিককে ভারতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার চক্রের মূল পান্ডা পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন। সম্প্রতি তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির দাবি, আজাদের সহায়তায় বাংলাদেশি নাগরিকদের জন্য প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়েছে মোটা অঙ্কের বিনিময়ে।
গরিব পাকিস্তানের সেনাবাহিনী বড়লোক! যুদ্ধ করতে হয় না তবু ‘কাঁড়ি কাঁড়ি’ টাকা জেনারেলদের! কী করে জানেন?
সূত্রের খবর, ২০১৩ সালে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল আজাদ। সে সময় নিজের পরিচয়পত্র তৈরি করতেই সে খরচ করে প্রায় ১ লক্ষ টাকা। পরে এ কাজে সে গড়ে তোলে চক্র, যাদের মধ্যে ছিল একাধিক এজেন্ট ও সাব-এজেন্ট। সীমান্তবর্তী এলাকায় সক্রিয় এই চক্র লাখ লাখ টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরির কাজ করত।
advertisement
advertisement

আজাদের হাত ধরে শতাধিক বাংলাদেশির হাতে ভারতীয় পরিচয়পত্র! তদন্তে নেমেছে ইডি
advertisement
ইডির দাবি অনুযায়ী, প্যান, ভোটার বা আধার কার্ড তৈরির ক্ষেত্রে আজাদ প্রতি জন থেকে ১ থেকে ১.৫ লক্ষ টাকা করে নিত। পাসপোর্ট তৈরির জন্য দর ছিল ২.৫ লক্ষ টাকা কিংবা তারও বেশি। শুধু পরিচয়পত্র নয়, অবৈধ উপায়ে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ভিসা ও পাসপোর্ট জোগাড় করে দেওয়ার পেছনেও ছিল এই চক্র।
advertisement
তদন্তকারীদের অনুমান, এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বাংলাদেশি নাগরিকের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে এই চক্র। এজেন্ট ও সাব-এজেন্টদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইডি। চক্রের সঙ্গে প্রশাসনের কোনও দুর্নীতিগ্রস্ত অংশ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 11:40 AM IST