ট্রেনে চড়েই 'বড়লোক'! এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নেমে যেতেন এই যাত্রী... GRP ধরতেই অবাক কাণ্ড!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways: কোথাও যেতেন না এই যাত্রী, আবার ফিরেও আসতেন না বাড়ি। এক স্টেশন থেকে উঠতেন, পরের স্টেশনে নেমে যেতেন নিঃশব্দে। না, এ কোনও দার্শনিক ভ্রমণ নয়। এ এক নিখুঁত অপরাধ-কৌশল, যা দিনের পর দিন চোখের সামনে ঘটলেও ধরা পড়েনি। শেষে যা জানা গেল...!
প্রতিদিনই সে স্টেশনে আসত। কখনও উত্তরমুখী, কখনও দক্ষিণমুখী কোনও এক ট্রেনে উঠে পড়ত। পরের স্টেশনেই আবার নেমেও যেত নির্লিপ্ত মুখে। যাত্রীরা ভাবত, বুঝি কোথাও কাজ আছে। কিন্তু পুলিশ ভাবত, এমন ‘ভ্রমণ’ কি কেবলই যাত্রার খিদে? এত দিনের রহস্য একদিন খুলেই গেল—আর বেরিয়ে এল এমন এক কৌশল, যা শুনে থ পুলিশ, থ রেলযাত্রী, থ দর্শক! (Representative Image: AI)
advertisement
advertisement
প্রতিদিন দুই কোটিরও বেশি যাত্রী ভারতীয় রেলে সফর করে থাকেন—কেউ দূরপাল্লায়, কেউ কাছাকাছি দূরত্বে। তেমনই একজন যাত্রী হারদোই স্টেশন থেকে প্রায় প্রতিদিন কোনও না কোনও ট্রেনে উঠত এবং পরের স্টেশনেই নেমে পড়ত। এই সময়ের মধ্যেই সে আয় করত মোটা অঙ্কের টাকা। কিন্তু তার এই কৌশল ধরা পড়ে যায় এবং লখনউ GRP তাকে গ্রেফতার করে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
জানায়, সে একজন অভিজ্ঞ মোবাইল চোর। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ফোন দেখে সে নিজের টার্গেট ঠিক করত। এরপর সেই টার্গেট অনুযায়ী ট্রেনে উঠত। ট্রেন ছাড়ার সময় যে ভিড় হয়, সেই সুযোগে সে মোবাইল চুরি করে পরের স্টেশনে নেমে যেত। এইভাবে চুরি করা ফোন বিক্রি করে সে রীতিমতো মোটা টাকা রোজগার করত। (Representative Image: AI)