Opinion: মুসলিম মহিলারা পরিবর্তনের জন্য প্রস্তুত, গড়পরতা ধ্যানধারণা ভেঙে দিল News18 UCC-র সমীক্ষা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারত একটি বহু-সাংস্কৃতিক এবং বহু-ধর্মীয় পটভূমিকার দেশ। এই দেশে ব্যক্তিগত আইন নাগরিকদের জীবনকে তাদের ধর্মীয় অনুষঙ্গের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ করে। বিগত কয়েক দশকে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) উত্তপ্ত বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, নিউজ ১৮ একটি সমীক্ষা চালায় যেখানে ধরা পরে ভারতে মুসলিম মহিলাদের মনোভাবের একটি বিশাল পরিবর্তন।
পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন নিয়ে মুসলিম মহিলাদের দৃষ্টিভঙ্গি কী? এই বিষয়ে নানা প্রচলিত স্টিরিওটাইপ এবং ভ্রান্ত ধারণাগুলি ভেঙে দিয়েছে এই সমীক্ষা। সমীক্ষায় দেখা গিয়েছে, বহু সংখ্যক মুসলিম মহিলা বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ এবং উত্তরাধিকারের বিষয়ে সাধারণ আইনকে সমর্থন করে।
ইউনিফর্ম সিভিল কোড-এর প্রধান বিধানগুলি সম্পর্কে মুসলিম মহিলারা কী ভাবেন? তা বোঝার জন্য নিউজ ১৮ নেটওয়ার্কের ৮৮৪ জন সাংবাদিক ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৮০৩৫ জন মুসলিম মহিলার সাক্ষাত্কার নিয়েছেন। এটি সোশ্যাল মিডিয়ায় করা কোনও পোল ছিল না। প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে ব্যক্তিগতভাবে একজন রিপোর্টার কথা বলেছেন।
advertisement
advertisement
সমীক্ষায় যা ধরা পড়ল–
সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৮ শতাংশ মুসলিম মহিলা সমস্ত ভারতীয়দের ক্ষেত্রে একটি সাধারণ আইনের পক্ষে। এই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ফুটে ওঠে বিকশিত চেতনার ছবি।
লিঙ্গ নির্বিশেষে উত্তরাধিকার এবং সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকার সম্পর্কে প্রশ্ন করা হলে, প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। সমস্ত উত্তরদাতাদের প্রায় ৮২ শতাংশ, এবং স্নাতক ও তারও বেশি ডিগ্রিধারি মহিলাদের মধ্যে ৮৬ শতাংশ আইনে লিঙ্গ সমতার পক্ষে।
advertisement
বিবাহবিচ্ছেদ এবং পুনর্বিবাহের ক্ষেত্রে, সমস্ত উত্তরদাতাদের ৭৪ শতাংশ বিশ্বাস করেন যে, ডিভোর্সি দম্পতিরা কোনও বিধিনিষেধ ছাড়াই যেন আবার বিয়ে করতে পারে। এটি নিকাহ হালালার প্রথাকে প্রত্যাখ্যান করে। নিকাহ হালালা অত্যন্ত শোষণমূলক অভ্যাস বলে প্রমাণিত হয়েছে এবং মুসলিম মহিলারা এতে আপত্তি তুলেছেন, এমনকি আদালতের দ্বারস্থ হয়েছেন, AIMPLB অবশ্য তাদের অবস্থানকে চ্যালেঞ্জ করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 7:12 PM IST