Operation Sindoor Himanshi Narwal: 'এটা যেন এখানেই শেষ না হয়...', কাঁদতে কাঁদতে মোদি সরকারের কাছে বড় দাবি পহেলগাঁওতে নিহত নৌসেনার স্ত্রী হিমাংশির
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Operation Sindoor Himanshi Narwal: চোখের সামনে জঙ্গিহামলায় স্বামীকে মরে যেতে দেখার ১৫ দিন পর অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন হিমাংশি।
কলকাতা: পহেলগাঁওতে জঙ্গিহামলায় মৃত্যু হয়েছে নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশি। চোখের সামনে জঙ্গিহামলায় স্বামীকে মরে যেতে দেখার ১৫ দিন পর অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন হিমাংশি।
তিনি বলেছেন, ‘আমাদের বাহিনী এবং মোদি সরকার সন্ত্রাসবাদী এবং তাদের হ্যান্ডলারদের কাছে একটি কড়া বার্তা পাঠিয়েছে। আমরা যে যন্ত্রণা সহ্য করেছি, ২৬টি পরিবার কী সহ্য করেছে, তা এখন সীমান্তের ওপারের লোকদের কাছে জানানো হয়েছে।’
আরও পড়ুন: ‘আর কারও কপালের সিঁদুর যেন এভাবে মুছে না যায়’, অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন বিতান অধিকারীর স্ত্রী
হামলার দিনের কথা মনে করিয়ে হিমাংশি বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে আমার বিয়ের মাত্র ছদিন হয়েছে। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছিলাম। কিন্তু জঙ্গিরা উত্তর দিয়েছিল, ‘মোদির কাছে এর জন্য অনুরোধ কর। এবং আজ, মোদিজি এবং আমাদের সেনাবাহিনী তাদের উত্তর দিয়েছে।’
advertisement
advertisement
VIDEO | Operation Sindoor: “My husband was in the defence forces and he wanted to protect the peace, protect the innocent lives. He wanted to make sure that there is no hatred and terror in this country. I am thankful to the government, but I request them not to end it here. I… pic.twitter.com/gLbZdHJ283
— Press Trust of India (@PTI_News) May 7, 2025
advertisement
আরও পড়ুন: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর! পঞ্চম বাংলার কোন কলেজ? এক নজরে দেখুন
হিমাংশির বক্তব্য, ‘আমার স্বামী নৌসেনা অফিসার ছিলেন। উনি শান্তি রক্ষা করতে চাইতেন। নিরপরাধদের প্রাণ বাঁচানোই তাঁর লক্ষ্য ছিল। ও চাইত, এই দেশে কোনও ঘৃণা ও জঙ্গিবাদ থাকবে না। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমি অনুরোধ করব এটা যেন এখানেই শেষ না হয়। আমি চাই এটা এই দেশে সন্ত্রাসবাদ শেষের শুরু হোক।’
advertisement
স্ত্রী হিমাংশির সঙ্গে বিয়ের ৬ দিন পর মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন বিনয় নরওয়াল। গত ২২ এপ্রিল দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার এই লেফটেন্যান্ট। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। ভাল করে কিছু বুঝে ওঠার আগেই চলে গুলি। মাটিতে লুটিয়ে পড়েন নৌসেনার অফিসার। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 5:53 PM IST