Operation Sindoor Indian Strikes: 'আর কারও কপালের সিঁদুর যেন এভাবে মুছে না যায়', অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন বিতান অধিকারীর স্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Operation Sindoor Indian Strikes: বুধবার অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়লেন পহেলগাঁওতে নিহত বেহালার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। কী বললেন তিনি?
কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে বেড়াতে গিয়ে জঙ্গিহামলায় প্রাণ হারিয়েছিলেন বাঙালি পর্যটক বিতান অধিকারী। স্ত্রী ও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বেহালার বিতান। বৈসরনে জঙ্গিহামলায় পরিবারের সামনেই নৃশংসভাবে তাঁকে মেরে ফেলে জঙ্গিরা। স্তব্ধ হয়ে যায় পরিবারের সকলে।
এবার পহেলগাঁওয়ে জঙ্গিহামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর। গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ১৫ দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।
advertisement
advertisement
বুধবার এই প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার উপরে পূর্ণ আস্থা আছে৷ আমার স্বামী নিশ্চয়ই যা হয়েছে সব দেখছে৷ আমার সিঁদুর ওরা কেড়ে নিয়েছে, আর কারও সিঁদুর যেন কেড়ে নিতে না পারে৷’
আরও পড়ুন: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর! পঞ্চম বাংলার কোন কলেজ? এক নজরে দেখুন
‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গিহামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সেনারা জঙ্গিঘাঁটি ধ্বংস করে নিরাপদে ফিরে আসে।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 2:41 PM IST