'কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র হচ্ছে!' বিস্ফোরক অভিযোগ আপের, বিজেপি নেতার গ্রেফতারির দাবি চাইলেন সিসোদিয়া
- Published by:Rachana Majumder
Last Updated:
মনীশ সিসোদিয়ার আরও অভিযোগ, রাজধানীর বাসিন্দারা উন্নয়নের জন্য কাজ করা একটি দলকে নির্বাচন করবে। গুজরাত নির্বাচন এবং দিল্লি এমসিডি নির্বাচনে আপের বিপুল জনসমর্থন দেখে বিজেপি ভয় পেয়েছে। এ কারণেই বিজেপি নেতারা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দিচ্ছেন৷
advertisement
#নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে বিজেপি, এবার এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া৷ বললেন, "মনোজ তিওয়ারি প্রকাশ্যে দুষ্কৃতীদের অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার উস্কানি দিচ্ছেন এবং এর জন্য সম্পূর্ণ পরিকল্পনা করেছেন। আমরা মনোজ তিওয়ারিকে গ্রেফতারের দাবি জানাচ্ছি৷" সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই বিষয়ে একটি অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে এবং এফআইআরও নথিভুক্ত করা হবে।
advertisement
गुजरात व MCD हारने के डर से बौखलाई व @ArvindKejriwal जी को अपनी साजिशो मे फँसाने मे फेल भाजपा उनकी हत्या का ताना-बाना बुन रही है इस तरह खुलेआम दिल्ली के मुख्यमंत्री को हत्या की धमकी देने वाले मनोज तिवारी के खिलाफ सख्त कारवाई करते हुए गिरफ्तार कर इस पूरी साजिश की जाँच होनी चाहिए
— Manish Sisodia (@msisodia) November 25, 2022
advertisement
সিসোদিয়ার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মনোজ তিওয়ারি৷ তিনি বলেন, "আমি শুধু মুখ্যমন্ত্রীর সুরক্ষার কথা ভাবছি৷। কেজরিওয়ালের নিরাপত্তা নিয়েই আমি উদ্বিগ্ন। কেজরিওয়াল দাবি করেছেন, সিসোদিয়াকে গ্রেফতার করা হবে, তখনই আবার সিসোদিয়া কেজরিওয়ালের হত্যার ভবিষ্যদ্বাণী করেছেন। আমি জানি না কী হচ্ছে!"
अरविंद केजरीवाल जी की सुरक्षा को लेकर मैं चिंतित हुँ,क्योंकि लगातार भ्रष्टाचार,टिकिट बिक्री व जेल में बलात्कारी से दोस्ती व मसाज प्रकरण को लेकर AAP कार्यकर्ता व जनता ग़ुस्से में हैं।इनके MLA पिटे भी हैं। इसलिए दिल्ली के सीएम के साथ ऐसा ना हो.. सजा न्यायालय ही दे 🙏
— Manoj Tiwari 🇮🇳 (@ManojTiwariMP) November 24, 2022
advertisement
আরও পড়ুন- 'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, বলবেন শুভেন্দু অধিকারীও!
মনীশ সিসোদিয়ার আরও অভিযোগ, রাজধানীর বাসিন্দারা উন্নয়নের জন্য কাজ করা একটি দলকে নির্বাচন করবে। গুজরাত নির্বাচন এবং দিল্লি এমসিডি নির্বাচনে আপের বিপুল জনসমর্থন দেখে বিজেপি ভয় পেয়েছে। এ কারণেই বিজেপি নেতারা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দিচ্ছেন৷ আপ নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন তিনি আজ দুপুরে দিল্লির রাজ্য নির্বাচন কমিশনার বিজয় দেবের সঙ্গে দেখা করবেন এবং এই বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন। পরে দিল্লি পুলিশকেও জানানো হবে৷ কেজরিওয়ালের বাড়ির নিরাপত্তা লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন তিনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 1:42 PM IST