Mamata Banerjee | Suvendu Adhikari: 'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, বলবেন শুভেন্দু অধিকারীও!

Last Updated:

Mamata Banerjee | Suvendu Adhikari: ২০১৪ সাল থেকে দেশে ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয়। তার আগে এটি ছিল ন্যাশনাল ওয়ার ডে।

'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, শুভেন্দু
'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, শুভেন্দু
#কলকাতা: একদিন আগেই সংবিধান দিবস স্মরণ রাজ্য বিধানসভায়। ২৬ নভেম্বর সংবিধান দিবস।  নির্ধারিত দিনের আগে উদযাপনকে ঘিরে সমালোচনায় বিরোধীরা। তারই মধ্যে বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
২০১৪ সাল থেকে দেশে ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয়। তার আগে এটি ছিল ন্যাশনাল ওয়ার ডে। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে এই দিনটি উদযাপন করা হত। ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর দেশের মানুষের স্বার্থ, মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার লক্ষে তৈরি ভারতবর্ষের সংবিধান, গণপরিষদে গৃহীত হলেও, ২০১৪ সাল থেকে এই দিনটি দেশে সংবিধান দিবস হিসাবে স্বীকৃত হয়। এবার, এই সংবিধান দিবসের উদযাপন নির্ধারিত দিনের একদিন আগেই সেরে ফেলছে রাজ্য বিধানসভা।
advertisement
advertisement
বিধানসভা সূত্রে জানা গেছে,  কাল, রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে এ বিষয়ে বিশেষ একটি প্রস্তাব পেশ করবে সরকার। সেই প্রস্তাবের সূত্র ধরেই সংবিধান দিবস স্মরনে আলোচনা হবে বিধানসভায় সভায়। বক্তার তালিকায় মুখ্যমন্ত্রী ও বিরোধীদল নেতা ছাড়া পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও থাকবেন। মৌলিক  অধিকার রক্ষায় ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের  গুরুত্ব নিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা কী বলেন, কাল সে দিকেই দৃষ্টি থাকবে সকলের।
advertisement
অনুমান, সংবিধান দিবসকে কেন্দ্র করে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে কালকের সভা রাজনৈতিক আক্রমন ও প্রতি আক্রমনে উত্তাল হতে পারে।
সংবিধান দিবসের উদযাপন অনুষ্ঠান একদিন আগে করার বিষয়ে স্পীকার বলেন, " ২৬ নভেম্বর ছুটি থাকায় ওই দিন অধিবেশন করা যাবে না। সে কারনেই সংবিধান দিবসের উদযাপন একদিন এগিয়ে আনতে হয়েছে।" যদিও, এই ঘটনাকে মুখ্যমন্ত্রীর তুঘলকি আচরন বলে কটাক্ষ করেছে বিজেপি। বাম ও কংগ্রেসের তরফেও এর সমালোচনা করা হয়েছে। সিপিএমের সূজন চক্রবর্তী বলেন, এটা মুখ্যমন্ত্রী ও এই সরকারের কাছে অনভিপ্রেত নয়। এরা প্রয়োজনে মণীষিদের জন্মদিন থেকে শুরু করে সংবিধান দিবসের দিনক্ষন সবই বদলে দিতে পারে। প্রাক্তন বিরোধীদল নেতা আব্দু্ল মান্নানের মতে, গনতন্ত্র, সংবিধান এসবের প্রতি যাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, সেই মুখ্যমন্ত্রী ও তার সরকারের কাছে এটাই স্বাভাবিক।''
advertisement
এই পরিস্থিতিতে, কাল রাজ্য বিধানসভায় প্লাটিনাম জুবিলি স্মারক ভবনেরও উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ভবন তৈরির কাজ শুরু হলেও, করোনা মহামারি জনিত কারনে ভবনের নির্মান সম্পূর্ণ করতে কিছুটা দেরি হল বলে দাবি করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিধানসভা চত্বরে এই ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ২৫ কোটি টাকা। ভবনে সংগ্রহশালা, আন্তর্জাতিক মানের একটি গ্রন্থাগার রয়ছে। থাকছে সাড়ে চারশো আসনের একটি কনফারেন্স রুম। এছাড়া বিধানসভার মোট ৪১ টি কমিটির  নিয়মিত বৈঠকের জন্য জায়গা। অধ্যক্ষের দাবি,বহু প্রতীক্ষিত এই ভবনটি রাজ্য রাজনীতির ইতিহাস ও গবেষনার ক্ষেত্রে  একটি অমূল্য সম্পদ হয়ে থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Suvendu Adhikari: 'সংবিধান রক্ষার' গুরুত্ব বোঝাবেন মমতা, বলবেন শুভেন্দু অধিকারীও!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement