Mamata Banerjee || নষ্ট হতে চলেছে ম্যানগ্রোভ চারা, গাছ বাঁচাতে প্রকৃতিপুজোয় অংশ নেবেন মমতা
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে বিশেষ প্রচার বন দফতরের।
#কলকাতা: পরিচর্যার অভাবে নষ্ট হতে চলেছে লক্ষ লক্ষ ম্যানগ্রোভ গাছের চারা। ঘূর্ণিঝড় ইয়াস ও আমফানের কারণে সুন্দরবনের বহু ম্যানগ্রোভের ক্ষতি হয়েছিল। সেই প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে পাঁচ কোটি করে ম্যানগ্রোভ চারা বসানোর নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সুন্দরবনের উপকূলবর্তী ব্লকগুলিতে মূলত ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে ম্যানগ্রোভ নার্সারি গড়ে তোলা হয়। আগামী মঙ্গলবার হিঙ্গলগঞ্জ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই তিনি অংশ নেবেন প্রকৃতিপুজোয়৷
তার আগে ম্যানগ্রোভ নিয়ে বিশেষ প্রচার শুরু হয়েছে সুন্দরবনজুড়ে৷ কিন্তু এবছর নার্সারিতে লক্ষ লক্ষ গাছ থাকলেও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে বেশিরভাগ নার্সারি। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ থাকার কারণে এই নার্সারিগুলির পরিচর্যা করা সম্ভব হচ্ছে না বলেই দাবি পঞ্চায়েত প্রধানদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে সব থেকে ভাল ম্যানগ্রোভের নার্সারি তৈরি করা হয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাতলা নদীর চরে তৈরি হওয়া এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নার্সারিতে এ বছর প্রায় ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা তৈরি করা হয়েছে।বিগত বছরগুলিতে এখান থেকেই গাছ নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বসানো হয়েছে। কিন্তু এবছর নার্সারিতে ম্যানগ্রোভ থাকলেও সেই ম্যানগ্রোভ তুলে নিয়ে অন্যত্র বসানোর কাজ প্রায় বন্ধ।
advertisement
advertisement
আরও পড়ুন- ডেলিভারির পর থেকেই যোনি থেকে প্রবল রক্তপাতে জেরবার; সদ্য প্রসূতিকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল
অন্যদিকে ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ থাকায় এই নার্সারির পরিচর্যাও বন্ধের মুখে। ফলে নষ্ট হচ্ছে নার্সারিতে থাকা লক্ষ লক্ষ গাছ।শুধু নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, সুন্দরবনের গোসাবা ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার নার্সারিতেও একই অবস্থা। মাসের পর মাস নার্সারিতে কাজ করেও টাকা না পেয়ে শ্রমিকরা অন্যত্র কাজে চলে গিয়েছেন বলে দাবি পঞ্চায়েতের। তবে এখনও কিছু কিছু জায়গায় পাওনা টাকা পাওয়ার আশায় কিছু মানুষ ম্যানগ্রোভের পরিচর্যা করছেন ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 9:24 AM IST