ডবল সেঞ্চুরি ! ২০০ টাকায় পৌঁছল ১ কেজি পেঁয়াজের দাম, মাথায় হাত মধ্যবিত্তের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুতে পেঁয়াজের পাইকারি দামেও অগ্নিমূল্য ৷ সাড়ে ৫ হাজার-১৪ হাজার টাকা পর্যন্ত পাইকারি দাম ৷
#বেঙ্গালুরু: পেঁয়াজের ডবল সেঞ্চুরি ৷ ২০০ টাকায় পৌঁছল পেঁয়াজ ৷ বেঙ্গালুরুর খুচরো বাজারে পেঁয়াজ ২০০ টাকা কেজি ৷ বেঙ্গালুরুতে পেঁয়াজের পাইকারি দামেও অগ্নিমূল্য ৷ সাড়ে ৫ হাজার-১৪ হাজার টাকা পর্যন্ত পাইকারি দাম ৷
পেঁয়াজের ঝাঁজে চোখে জল বেঙ্গালুরুর বাসিন্দাদের ৷ গৃহস্থ-রেস্তারাঁর মেনুতে পেঁয়াজের ব্যবহার কমে গিয়েছে ইতিমধ্যেই ৷ ‘অতিবৃষ্টির জেরে পেঁয়াজের ফলনে ধাক্কা ৷ তার জেরেই পেঁয়াজের যোগানেও ঘাটতি ৷ সবমিলিয়ে বেঙ্গালুরুতে মহার্ঘ হয়েছে পেঁয়াজ ৷’ এমনটাই জানিয়েছে কর্নাটক কৃষি দফতর ৷
পশ্চিমবঙ্গেও প্রায় ১৫০ টাকা কেজি পেঁয়াজ ৷ পাড়ার বাজারে পেঁয়াজ এখনও আকাশছোঁয়া। দাম ঘোরাফেরা করছে কেজিপ্রতি দেড়শো টাকার কাছাকাছি। আম জনতার চোখের জল মুছতে এবার রেশনে ভর্তুকির পেঁয়াজ বিক্রি শুরু করল রাজ্য সরকার।
advertisement
advertisement
আপাতত পরিবারপিছু এক কেজি করে মিলছে পেঁয়াজ। পরিকল্পনা ছিল শহরের ৯৩৫টি রেশন দোকান থেকেই ভর্তুকির পেঁয়াজ বিক্রি করার। কিন্তু বণ্টন সমস্যায় এদিন কিছু দোকানে পেঁয়াজ পৌছয়নি। মঙ্গলবার থেকে সব রেশন দোকানেই মিলছে ৫৯ টাকার পেঁয়াজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2019 3:44 PM IST