জম্মুতে সরকারি বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে মৃত ১, গ্রেফতার ১
Last Updated:
#জম্মু: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উপত্যকা ৷ জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ ৷ স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷ হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজস রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ অভিযুক্তের নাম ইয়াসির ভাট ৷ ইয়াসির কুলগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ জেরার মুখে ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইয়াসির ৷
প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, জম্মু-তে এসআরটিসি বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ হয়। একটি বাসের নীচে রাখা ছিল গ্রেনেডটি ৷ দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ এদের মধ্যে ২জনের অপারেশন করতে হবে বলে জানালেন হাসপাতালের এক চিকিৎসক ৷
advertisement
advertisement
গত বছরের মে মাসে প্রথম জম্মু-তে বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ চলতি বছরে মার্চ মাস পর্যন্ত এখনও পর্যন্ত তিনটি বিস্ফোরণ হয় উপত্যকায় ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ ৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্নিফার ডগ এবং ফরেন্সিক দল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2019 5:45 PM IST