বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র

Last Updated:

মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল, যাত্রীদের স্বার্থে রিয়েল-টাইম নজরদারি চালু।  ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র! নির্দেশ এল, নির্দিষ্ট দামের বেশি রাখা যাবে না। 

বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
ইন্ডিগোর দেশব্যাপী ব্যবস্থাপনা বিপর্যয়ের জেরে টানা পাঁচ দিন ধরে উড়ান বাতিলের ঢল। সেই পরিস্থিতিতেই বিভিন্ন রুটে হঠাৎ বেড়ে যাওয়া ভাড়া নিয়ে সুবিধাজনক মূল্যবৃদ্ধির (opportunistic pricing) অভিযোগে এদিন কঠোর পদক্ষেপ করল কেন্দ্র।
শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানায়, চলমান অচলাবস্থার মধ্যে বিভিন্ন উড়ান সংস্থা অস্বাভাবিক ভাড়া নিচ্ছে, যা সরকার “গুরুতরভাবে লক্ষ্য করেছে।” এর পরেই যাত্রীস্বার্থ সুরক্ষায় তৎক্ষণাৎ ভাড়া-সীমা (fare cap) কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে,
“যাত্রীদের কোনওরকম অপportunistic মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে মন্ত্রক তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেছে। ক্ষতিগ্রস্ত সব রুটেই ন্যায্য ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে নতুন নির্ধারিত ক্যাপ মানতে এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
সরকার আরও জানিয়েছে, ভাড়া নিয়ন্ত্রণ না করলে এই পরিস্থিতিতে যাত্রীদের ওপর বিপুল আর্থিক চাপ পড়বে—বিশেষত বয়স্ক যাত্রী, ছাত্রছাত্রী, চিকিৎসার প্রয়োজনীয় যাত্রীরা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
এছাড়া বিমানভাড়া এখন থেকে রিয়েল-টাইমে নজরদারির আওতায় থাকবে। উড়ান সংস্থা ছাড়াও অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মগুলিকেও পর্যবেক্ষণে রাখা হবে।
মন্ত্রকের সতর্কতা—
“নির্ধারিত নিয়ম ভাঙলে অবিলম্বে সংশোধনী ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
এ দিন ইন্ডিগোর সংকট আরও গভীর আকার নেয়, যা সাম্প্রতিক বছরগুলির অন্যতম বৃহত্তম এক দিনের অচলাবস্থা হিসেবে ধরা হচ্ছে। মুম্বইয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ে—মোট ১০৯টি উড়ান বাতিল। দিল্লিতে বাতিল ৮৬টি। দেশের দু’টি ব্যস্ততম বিমানবন্দরে এই বিপর্যয় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement