President Ram Nath Kovind Farewell: বিশেষ নৈশভোজের আয়োজন, কাল রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন নরেন্দ্র মোদি

Last Updated:

President Election 2022: রাম নাথ কোবিন্দ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন৷

President Ram Nath Kovind
President Ram Nath Kovind
#নয়াদিল্লি: বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের জন্য আগামিকাল ২২ জুলাই, বিকেল ৫:৩০ টায় নয়াদিল্লির হোটেল অশোকায় বিদায়ী নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি গত ১৩ জুলাই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন। বর্তমান রাষ্ট্রপতির ভারতের শীর্ষ সাংবিধানিক পদে মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। আগামী ২৫ জুলাই শপথ নেবেন তাঁর উত্তরসূরি।
রাম নাথ কোবিন্দ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন৷ উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পরে ১৯৯৪ সালে রাজনীতিতে প্রথম পা রাখেন এই দলিত নেতা৷ তিনি ২০০৬ সালের মার্চ পর্যন্ত ১২ বছর পরপর দু’টি মেয়াদে দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫-২০১৭ সালে বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন কোবিন্দ। প্রায় ১৬ বছর ধরে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছেন রামনাথ কোবিন্দ।
advertisement
advertisement
অন্যদিকে, দ্রৌপদী মুর্মু সাংসদদের ব্যাপক সমর্থন পেয়ে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে। প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার তাঁর বাড়িতে আসবেন বলে আশা করা হচ্ছে। দ্রৌপদী মুর্মুর বাসভবনে প্রধানমন্ত্রীর আগমনের সবরকমের প্রস্তুতি চলছে।
ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ জুলাই সংসদ এবং সংশ্লিষ্ট রাজ্য বিধানসভাগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোট গণনা শুরু হয় আজ সকাল ১১ টায়। এদিন সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচকদের মোট ভোটের মূল্য ১০,৮৬,৫৩১, বিজয়ীকে কমপক্ষে ৫,৪৩,২১৬ ভোট পেতে হবে।
advertisement
রাষ্ট্রপতি পদে যৌথ বিরোধী দল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী করেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে বেশ কয়েকটি বিরোধী দলও দ্রৌপদী মুর্মুর পক্ষেই সমর্থন দেয়। বিজেডি, ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে, টিডিপি, শিরোমণি অকালি দল, শিবসেনা, জেএমএম, জেডি(এস) রাজভারের এসবিএসপি, শিবপাল যাদবের পিএসপি, এবং রাজা ভাইয়ার জনসত্তা দল লোকতান্ত্রিক দলও এনডিএ প্রার্থীকেই তাদের সমর্থন জানায়। নির্বাচিত হলে দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন হবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
President Ram Nath Kovind Farewell: বিশেষ নৈশভোজের আয়োজন, কাল রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement