#নয়াদিল্লি: নতুন পরিষেবা নিয়ে হাজির UIDAI ৷ এবার আরও সহজে বাড়িতে বসেই আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা আপডেট করতে পারবেন ৷
আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা
যারা ঠিকানা বদল করেছেন বা যাদের ভ্যালিড অ্যাড্রেস প্রুফ নেয় তারা একটি গোপন পিন নম্বরের মাধ্যমে সহজে আধার কার্ডে নিজের ঠিকানা আপডেট করতে পারবেন ৷ পরের বছরের ১ এপ্রিল থেকে নতুন এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷
আরও পড়ুন: অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের
UIDAI এর তরফে জানানো হয়েছে যে যাদের কাছে অ্যাড্রেস প্রুফ নেই তারা ভেরিফিকেশনের জন্য আধার লেটারের আবেদন জানাতে পারবেন ৷ লেটার একটি পিন নম্বর থাকবে ৷ চারটি নম্বরের এই পিন দিয়ে SSUP অনলাইন পোর্টালে গিয়ে সহজেই আধার কার্ডে ঠিকানা আপডেট করা যাবে ৷ পরের বছরের পয়লা জানুয়ারি থেকে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে এই পরিষেবা ৷
আরও পড়ুন: ৪০ লাখ মানুষের ঠিকানা কি এবার ডিটেনশন সেন্টার? নতুন ভবন তৈরি করছে কেন্দ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, UIDAI