বিহারে রেল দুর্ঘটনা, অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা! চালু একাধিক হেল্পলাইন নম্বর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
North east express accident: বিহারের বক্সায় রেল দুর্ঘটনা। চালু হল হেল্পলাইন নম্বর।
বক্সার: আবার রেল দুর্ঘটনা। এবার ডাউন নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের অন্তত সাতটি কোচ লাইনচ্যুত। রেলের তরফে এখনও মৃতের সংখ্যা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে আহত বহু।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব টুইট করে বলেছেন, ‘বক্সার এবং আরার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আহতদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। যতটা দ্রুত সম্ভব আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন।’
আরও পড়ুন- খসে পড়ল সেবক-রংপো রেল প্রকল্পের টানেলের ছাদ! কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হল সংশয়
ইতিমধ্যে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর-
advertisement
advertisement
গয়া জংশনের হেল্পলাইন নম্বর: 9771427494 এবং 7518401045।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের হেল্পলাইন নম্বর: 8081206628 এবং 8081212134।
পাটনা স্টেশনের হেল্পলাইন নম্বর: 9771449971
দানাপুর: 8905697493
আরা জংশন: 8905697493,
চণ্ডাওয়াল স্টেশন: 7759070004।
রাত ৯ টা ৩৫ মিনিট নাগাদ দানাপুর ডিভিশনের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রাপথের কিছুটা অংশে রয়েছে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 12:04 AM IST