North East Express: দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা? নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় তদন্তের নির্দেশ

Last Updated:

North East Express: জানা গিয়েছে, দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। একের পর এক মোট ২১টি বগি লাইনচ্যুত হয় |

নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় তদন্তের নির্দেশ
নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় তদন্তের নির্দেশ
বিহার: বক্সারের রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। রেলওয়ে বোর্ড দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এ জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে। দুর্ঘটনার সব পয়েন্টে তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। একের পর এক মোট ২১টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে একাধিক জায়গায়। ফলে এই দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড।
advertisement
প্রসঙ্গত, বুধবার রাতে সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি সম্পূর্ণ উল্টে যায়। বগিগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বক্সার জেলার জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা।
advertisement
এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০ থেকে ৯০ জন। আহত সকলকে চিকিৎসার জন্য রঘুনাথপুর পিএইচসিতে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে রেল বোর্ড।
বাংলা খবর/ খবর/দেশ/
North East Express: দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা? নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় তদন্তের নির্দেশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement