Elvish Yadav Rave Party: কোবরার বিষে তুরীয় নেশা! বিদেশি মেয়ে এনে উদ্দাম নাচ, Big boss উইনারের পার্টিতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Noida Rave Party: নয়ডা পুলিশ জানিয়েছে, যারা রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ সরবরাহ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ থাকা ৬ ব্যক্তির মধ্যে নাম রয়েছে এলভিসেরও৷ পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে এই সমস্ত সাপের বিষ রেভ পার্টিতে সরবরাহ করা হত৷
নয়াদিল্লি: ন’নটা বিষধর সাপ৷ কী নেই সেখানে? ৫টা কোবরা, দু’টো দু’মাথাওয়ালা সাপ, একটা লাল সাপ, আর একটা অজগর৷ Big boss উইনার (OTT season 2) তথা ইউটিউবার এলভিস যাদবের রেভ পার্টিতে হঠাৎ রেড করে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের৷ এলভিসের রেভ পার্টি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০-২৫ এমএল নেশা করার বিষ। একাধিক মাদক দ্রব্য৷
প্রাণী কল্যাণ আধিকারিক গৌরব গুপ্তার দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, এলভিস যাদব নামের ওই ইউটিউবার তাঁর গ্যাং ও বন্ধুবান্ধবদের সাথে নয়ডা এবং এনসিআরের একটি ফার্ম হাউসে পার্টি করছিল৷ সেই পার্টিতে সাপের বিষ এবং জীবন্ত সাপ নিয়ে ইউটিউবের ভিডিও-ও শ্যুট করা হচ্ছিল। পুলিশের অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে এই রেভ পার্টির আয়োজন করেছিল এলভিসরা৷ পার্টিতে বিদেশি মহিলাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারাও সাপের বিষে নেশা করেছিল৷ সাপের বিষ ছাড়াও অবশ্য ছিল আরও মাদক দ্রব্য৷
advertisement
আরও পড়ুন: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র
বেশ কিছুদিন আগেই আরও একটি বিষয় নিয়ে চর্চায় উঠে এসেছিলেন নয়ডার এই ইউটিবার৷ পুলিশের কাছে অভিযোগে ইউটিউবার এলভিস দাবি করেছিলেন, তাঁর কাছে অজানা নম্বর থেকে একটা ফোন আসছে৷ ফোন করে ১ কোটি টাকা চাওয়া হচ্ছে তাঁর কাছ থেকে৷ সেই মামলার নিষ্পত্তি হতে না হতেই এবার নিজেই বিপাকে পড়ে গেলেন প্রখ্যাত এই ইউটিউবার৷ এবার, অবৈধ নেশা সামগ্রী ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল নয়ডা পুলিশ৷
advertisement
advertisement
সূত্রের খবর, সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা সেক্টর ৪৯ এর একটি রেভ পার্টিতে রেড করে পুলিশ৷ সেই পার্টির হোস্ট ছিলেন এলভিস৷ অভিযোগ, বন আধিকারিক এবং পুলিশের সেই যৌথ অভিযানে ৯টি সাপ, সাপের বিষ উদ্ধার করে৷
আরও পড়ুন: মহুয়া মৈত্রদের আইফোন হ্যাক! এবার কি অ্যাপল-কেও তলব স্ট্যান্ডিং কমিটির? তরজা তুঙ্গে
নয়ডা পুলিশ জানিয়েছে, যারা রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ সরবরাহ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ থাকা ৬ ব্যক্তির মধ্যে নাম রয়েছে এলভিসেরও৷ পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে এই সমস্ত সাপের বিষ রেভ পার্টিতে সরবরাহ করা হত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 03, 2023 1:06 PM IST