Mahua Moitra: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
‘ঘুষের বিনিময়ে’ সংসদের অধিবেশনে আদানি নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র৷ সম্প্রতি লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লার কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ এরপরেই শুরু হয় বিতর্ক৷ ওই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েই সংসদে আদানি গ্রুপ সম্পর্কে প্রশ্ন করেছেন মহুয়া৷
নয়াদিল্লি: তিনটি ব্যাগ নিয়ে নির্দিষ্ট সময়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ বিকেল ৩টে বেজে ৫৫ মিনিট নাগাদ সেখান থেকেই বেড়িয়ে এলেন ঝড়ের মতো৷ বেরতে বেরতে একরাশ বিতৃষ্ণা নিয়ে বললেন, ‘বাজে প্রশ্ন (করছে)’৷
‘ঘুষের বিনিময়ে’ সংসদের অধিবেশনে আদানি গ্রুপ নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র৷ সম্প্রতি লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লার কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ এরপরেই শুরু হয় বিতর্ক৷ ওই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েই সংসদে আদানি গ্রুপ সম্পর্কে প্রশ্ন করেছেন মহুয়া৷
তার পরেই তাঁকে মহুয়া মৈত্রকে ডেকে পাঠায় সংসদীয় এথিক্স কমিটি৷
advertisement
advertisement
#WATCH | TMC MP Mahua Moitra arrives at the Parliament in Delhi.
She is appearing before the Parliament Ethics Committee in connection with the ‘cash for query’ charge against her. pic.twitter.com/Hl4ZqG3eEl
— ANI (@ANI) November 2, 2023
এদিনের বৈঠকে মহুয়া মৈত্রর সঙ্গে উপস্থিত ছিলেন জেডি (ইউ) সাংসদ গিরিধারী যাদব৷ তাঁকেও বলতে শোনা যায়, ‘‘ওঁরা মহুয়া মৈত্রকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করছিল৷ ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার ওঁদের নেই৷’’
advertisement
আরও পড়ুন: মদের বোতলের গায়েও এবার ‘QR Code’! মদের বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের
কংগ্রেস সাংসদ উত্তম কুমার রেড্ডি বলেন, ‘‘ওঁর (এথিক্স কমিটির চেয়ারম্যান) প্রশ্ন শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে ওঁরা কারও কথা মেনে প্রশ্নগুলো করছে৷ এটা খুব, খুব খারাপ৷ গত দু’দিন ধরে আমরা জিজ্ঞেস করে চলেছি.. অথচ ওঁরা (মহুয়া মৈত্রকে) জিজ্ঞেস করে চলেছে আপনি কোথায় কোথায় যাচ্ছেন? কার সঙ্গে দেখা করছেন? আপনার ফোন কলের রেকর্ড দিতে পারেন?..কোনও রকমের টাকা লেনদেনের প্রমাণ ওঁদের কাছে নেই৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 02, 2023 4:08 PM IST